বিশ্বে আলোড়ন তোলা মোটিভেশনাল বই -হু মুভড মাই চিজ? ভবিষ্যতের জন্য একটি দরজা। বিশ্বজুড়ে ২ কোটি কপি বিক্রি হওয়া এ বইটি বহু মানুষের জীবন আমূল বদলে দিয়েছে। কারণ বইটিতে জীবন পরিবর্তনের কথাই বলা হয়েছে। তবে বলার ঢঙটি গতানুগতিক নয় বলেই এটি আর দশটি মোটিভেশনাল বই থেকে আলাদা। এটি এমন একটি বই যা ছেলে বুড়ো সবারই ভাল লাগবে এবং সকলেই উপকৃত হবেন।