Authors
Explore our collection of books across different authors
অনীশ দাস অপু
41
Books
681
Followers
হরর এবং থ্রিলার অনুরাগী পাঠকদের কাছে একটি প্রিয় ও সুপরিচিত নাম অনীশ দাস অপু। এ পর্যন্ত ৫০টির বেশি প্রকাশনা সংস্থা থেকে তাঁর চার শতাধিক বই প্রকাশিত হয়েছে। বেশিরভাগই হরর এবং থ্রিলার। তবে তিনি বেশ কিছু ক্ল্যাসিক, নন-ফিকশন এবং সায়েন্স ফিকশনও অনুবাদ করেছেন। এখন তিনি দেশের শীর্ষস্থানীয় ই-বুক প্রকাশনীগুলোর জন্যও লিখছেন। কারণ তাঁর বিশ্বাস, ই-বুক প্রকাশনীগুলোর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। অনীশ দাস অপু'র জন্ম ৫ ডিসেম্বর, বরিশালে। ওখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পালা চুকিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্সসহ এম. এ করেছেন। ছেলেবেলা থেকেই লেখালেখির প্রতি তাঁর ঝোঁক। ছাত্রাবস্থায় দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রিকাগুলোতে প্রচুর ফিচার এবং গল্প অনুবাদ করেছেন। এ অভ্যাসটি মাঝে মাঝে তিনি এখনও ঝালিয়ে নিচ্ছেন। কাহিনি নির্বাচনে বৈচিত্র্য এবং চমৎকার ঝরঝরে ভাষার কারণে পাঠক এ লেখকের লেখা পড়তে খুবই পছন্দ করেন। তাঁর বেশিরভাগ বই-ই অনুবাদ তবে দেশি পটভূমিকায় কিছু অ্যাডাপটেশনও রয়েছে। এবং প্রায় সব বই-ই পেয়েছে পাঠকপ্রিয়তা। লেখালেখি অনীশ দাস অপু'র পেশা এবং নেশা। ভক্তদের জন্য তিনি নিরলস লিখে চলেছেন কলজে কাঁপানো হরর, অনুবাদ করছেন দুর্দান্ত সব থ্রিলার, সায়েন্স ফিকশনসহ আরও অনেক কিছু...