ডেভ ব্রাউন নামে একজন বিখ্যাত লেখক বলেছেন তাঁকে যদি কোনো নির্জন দ্বীপে নির্বাসনে পাঠানো হয় এবং সঙ্গে মাত্র একখানা বই নেয়ার অনুমতি দেয়া হয় তাহলে তিনি বেছে নেবেন লুইজি এল. হে’র You Can Heal your Life. এ বইটিতে সবকিছু আছে- জীবন সম্পর্কে আপনি যা যা জানতে চান। জীবনের শিক্ষা এবং কীভাবে কাজ করবেন তার বর্ণনা রয়েছে এখানে। বিভিন্ন অসুখ-বিসুখের পেছনে যে সম্ভাব্য মানসিক একটা ছক কাজ করে সে বিষয়ে চমৎকার একটি গাইডও দিয়েছেন লুইজি। সারা বিশ্ব ৫ কোটি কপি বিক্রি হওয়া লুইজি হে’র এই অসাধারণ বইটি বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ পাঠ করেছে এবং উপকৃত হয়েছে। লুইজি এল. হে’র এ বইটি পাঠকের জন্য জাদুমন্ত্রের কাজ করেছে। তিনি তাঁর বইতে সহজসরল ভাষায় মোটিভেশনাল কিছু উপায় দেখিয়েছেন যা অনুসরণ করে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ উপকৃত হয়েছেন। শারীরিক সুস্থতা এসেছে তাঁদের জীবনে, পেয়েছেন অর্থনৈতিক সমৃদ্ধি, জীবনে শান্তি। আপনি কি নিজেকে ভালবাসেন? বাসলে ভালো, না বাসলে এ বই পড়ার পর থেকে আপনি নিজেকে ভালবাসতে শুরু করবেন। আর যে নিজেকে ভালবাসে সে অন্যদেরকেও ভালবাসে এবং এ ভালোবাসাই গোটা পৃথিবীকে মধুর করে তোলে!