কী ভয়ানক অন্ধকার জঙ্গল! এক হাত দূরের জিনিসও দেখা যায় না। আমি অন্ধের মতো এগোচ্ছি, যাতে ডালপালায় ঠোক্কর না খাই। কেভিন আমাকে সান্ত্বনা দেয়, কিন্তু আমি জানি, আশপাশে ভয়ঙ্কর কিছু আছে। আমরা পাহাড়ে পিকনিক করতে এসেছিলাম, কিন্তু জঙ্গলে ঢোকার পর হারিয়ে গেছি। কেভিনের ব্যাকপ্যাকে টর্চ আর ম্যাপ আছে, কিন্তু টর্চের ব্যাটারি প্রায় শেষ। হঠাৎ পেছনে শব্দ হলো, এবং টর্চের আলোতে লাল চোখ দেখা গেল। 'বাঁচাও!' চিৎকার করলাম আমি। কেভিন ম্যাপ জ্বালিয়ে দিল। 'রেকুন,' বলল কেভিন। 'এখন এখান থেকে চলে যেতে হবে।'