এ বইটি আত্মোন্নয়নমূলক অন্যান্য বই থেকে একদমই আলাদা। কারণ বইটিতে পুরোটাই মানুষের মন নিয়ে, মনের কীভাবে উন্নতি ঘটানো যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা অনেকেই জানি না, আমাদের সকলের মনের মধ্যে তিনটি সত্তা বাস করছেÑ বাবা, মা, পরিণত বয়স্ক মানুষ এবং শিশু। একে লেখক সংক্ষেপে P-A-C(Parent, Adult and Child) বলে বর্ণনা করেছেন। মূলত পুরো বইটিতেই মনের এই তিনটি স্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পাঠক বইটি পড়ার সময় রীতিমত অবাক হয়ে যাবেন, যখন দেখবেন আমাদের মনের ভেতরের P-A-C কত দুর্জ্ঞেয় এবং রহস্যময়। লেখক দাবি করছেন, এ বই আপনার মনের বদ্ধ কুঠুরী খুলে দেবে, আপনার সমস্যার সমাধান করে দেবে ট্রানজেকশনাল অ্যানালিসিসের মাধ্যমে। হাজার হাজার মানুষ এই সাইকোথেরাপির সাহায্যে নিজেদের জীবনের উন্নতি করেছেন। টমাস এ হ্যারিস বলছেন, এ বই পড়লে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন সম্পর্ক এবং ভবিষ্যৎ।