সদ্য কৈশোর পেরোনো তরুণ রিক ক্যাসল। ডজ সিটিতে পা দিয়েই ফেঁসে গেল গোলমালে। অবস্থা বেগতিক দেখে সিদ্ধান্ত নিল পালিয়ে যাওয়ার। ওকে খুঁজতে আসা দুর্বৃত্তদের মুখোমুখি হলো সেথ ব্যারেট নামের এক রহস্যময় লোক। চার বছর পর অনেকটাই বদলে গেছে রিক। মেক্সিকো সীমান্তের কাছে টেম্পটন নামক এক শহরে যাওয়ার পথে জড়িয়ে গেল ঝামেলাই। আকস্মিকভাবে স্ল্যাশ এফ.এল র্যাঞ্চের ফোরম্যানের দায়িত্ব ঘাড়ে চাপল ওর । র্যাঞ্চের অভ্যন্তরে কী গোলযোগ চলছে?কীসের জাল গুটিয়ে আনতে যাচ্ছে চতুর সেলুন মালিক জোসেফ? আস্তাবলের বুড়ো, তোবড়ানো কম্বল সদৃশ চেহারার সাহিস ম্যাকার্থি কীসের ইঙ্গিত দিচ্ছে?কোন চক্রান্তে লিপ্ত হয়েছে মেক্সিকন দুস্য সর্দার মার্টিনেয ডেকোরা? র্যাঞ্চের মালকিন লরার রহস্যময় আচারণের হেতুই বা কী? আর কেনই বা এই অখ্যাত শহরে এসে হাজির হয়েছে কিংবদস্তীর গানম্যান ডেরিক ম্যুরে? সবগুলো রহস্য দানা পাকাল জ্বলন্ত এক সেলুন। দগ্ধ হয়ে যাওয়া সেই সেলুনের রোমাঞ্চকর কাহিনীতে আপনিও আমন্ত্রিত।