Authors
Explore our collection of books across different authors
সৈয়দ অনির্বাণ
11
Books
97
Followers
সৈয়দ অনির্বাণের জন্ম ১৯৯০ সনের সাত অক্টোবর, মাতুলালয় মুন্সিগঞ্জে। জীবনের বেশিরভাগ সময় কেটেছে ঢাকায়। তবে মাঝে কয়েক বছর প্রবাস-যাপনের অভিজ্ঞতাও অর্জন করেছেন। পৈতৃক নিবাস বরিশালে কদাচই যাওয়া হয়েছে। অন্যতম প্রিয় শখ—বই পড়া। পড়া থেকেই জন্ম নিয়েছে লেখার ইচ্ছা। তারই ফলশ্রুতিতে লেখালেখির শুরু। শেষ কোথায় তা সময়ই বলে দেবে। ইতিমধ্যে আরবান ফ্যান্টাসি এবং ডার্ক ইয়াং অ্যাডাল্ট হরর ঘরনায় কাজ করছেন। এবারের উপস্থাপনাটি ওয়েস্টার্ন। পূর্ব প্রকাশিত একক গ্রন্থ সমূহ—‘শোণিত উপাখ্যান–বর্তমান’, ‘শোণিত উপাখ্যান-অতীত’, ‘যকৃৎ’ এবং ‘শোণিত উপাখ্যান– অতঃপর’।