মেধাবী এক কিশোর মাহিন, প্রযুক্তি ও অদ্ভুত বিষয়গুলিতে যার অগাধ আগ্রহ। কিন্তু সে যেমন বুদ্ধিমান, তেমনি একরোখা, গোঁয়ার, আর সামাজিক বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। পরিবারের ভেতরেও সে এক নিঃসঙ্গ, দুর্বোধ্য চরিত্র। শর্মী—পরিবারের দায়িত্ববান কিশোরী মেয়ে, প্রেম আর নৈতিকতার টানাপোড়েনে যাকে জর্জরিত করছে। এক ছুটির দিনে, শহর থেকে দূরের বাগানবাড়িতে ঘটে যায় এমন কিছু, যা উন্মোচন করে ভয়ানক এক অকস্মাৎ অভিপ্রায়—দৈব, বিজ্ঞান ও অতিপ্রাকৃতের অদ্ভুত এক সংমিশ্রণ—এবং ভয়াবহ পরিণতি। যেখানে কৌতূহল, প্রেম, পাপ, আত্মত্যাগ আর অন্ধকারের সীমারেখা ক্রমে মুছে যেতে থাকে—সেখানে যুক্তি কতটুকু গ্রাহ্য হয়?