যকৃৎ-এর যবনিকাপাত হয়েছিল শিহাবের মাঝে অদ্ভুত এক অশুভ পরিবর্তনের ইঙ্গিতের মধ্যে দিয়ে। যকৃৎ-২তে পাঠক নিজেকে আবিষ্কার করবেন আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে বোস্টন ব্যাপী এক রোমাঞ্চকর নাটকের মাঝে। যে নাটকের গভীরে মিশে আছে ব্যক্তি-জীবনে চরম হতাশাগ্রস্ত কয়েকজন তরুণের অস্তিত্ব রক্ষার লড়াই। পরিচিত হবেন ওয়ার ভেটেরান, সাত ফুটি দানব, গ্যাংস্টার নিক্যাপের সঙ্গে। দেখা মিলবে এমন এক তরুণের, যে কি না দৈহিক ক্ষমতা অর্জনের জন্য করতে পারে না হেন কাজ নেই! প্রাক্তন এমএমএ ফাইটার রবার্টো আর ক্রাইম লর্ড আলফন্সোও জড়িয়ে পড়েছে বহুমুখী এই সংঘাতে। মদ্যপ ফাহিম কি পারবে রহস্য উন্মোচন করতে? সাইক্রিয়াটিস্ট সানজিদা খানমের ভূমিকাই বা কী হবে? নিশিকে কি পারবে ওর স্বরূপকে স্বীকার করে নিতে? কলেজ ছাত্রী, নার্ড জোসেফিন বা রহস্যময়ী মার্টিনারই বা কী হবে? সর্বোপরি শিহাব—কী পরিণতি অপেক্ষা করছে স্বল্পভাষী, এতিম ওই তরুণের ভাগ্যে? যকৃৎ-এর টানে কোথায় গিয়ে ঠাঁই হবে ওর? জানতে হলে পড়ুন নৃশংস, রোমাঞ্চকর এক উপাখ্যান—যকৃৎ -২!