ঢাকায় পড়তে এল দরিদ্র কৃষকের ছেলে রাহাত। জীবন সংগ্রামে নেমে উপলব্ধি করল, টিকে থাকাটা মোটেই সহজ নয়। অভাব, অনটন আর অনাহার যখন দুঃস্বপ্নের মতো তাড়া করে ফিরতে শুরু করল, তখন গান গেয়ে আর চাঁদ দেখে বাস্তব ভুলে থাকতে চাইল ও। ফরিয়াদ জানাল চাঁদের দরবারে! গেয়ে উঠল—‘একটা চাকরি হবে, চাঁদ মামা?’ ধনীর দুলালী প্রমীলার আকস্মিক বিপদে পাশে এসে দাঁড়াল সাঁঝ নিঝুম—কে এই মেয়ে? কী তার পরিচয় আর কোন ক্ষমতা বলেই বা ভয়ঙ্কর পৈশাচিক শত্রুকে রুখে দিল সে? রুখে তো দিল, কিন্তু এখন? ভ্যাম্পায়ার বলে কি সত্যিই কিছু আছে? থাকলে কেমন তারা—জীবিতও না, মৃতও না—তাহলে? জীবন্মৃত? চাঁদের জবাব পেয়ে রাহাতের নিত্যকার ম্যাড়মেড়ে জীবন হুট করে বদলে গেল রোমাঞ্চকর এক অতিপ্রাকৃত উপাখ্যানে। উন্মোচিত হতে শুরু করল নতুন দিগন্ত—জোয়ার ভাটার তালে তালে যেখানে রচিত হতে চলেছে এক রক্তক্ষয়ী সংঘাতের। চাঁদের ছায়ায় ঘেরা সেই ঘটনা প্রবাহে পাঠককে স্বাগতম। স্বাগতম চন্দ্রস্নাত রণভূম-এ!
khubi upovoggo ekti boi eti... 2nd part ta chai
Read all reviews on the Boitoi app