দরবেশ ওয়ান্স-আপন এ টাইম ইন ঢাকা ভাই হত্যার বদলা নিতে বহু বছর পর ফিরে এসেছে দরবেশ। হাসান ফারুক দরবেশ, মিরপুরের দরবেশ নামে পরিচিত ঢাকার অভারওয়ার্ডের এক রূপকথা, মিথ বা সম্ভব-অসম্ভব অনেক গল্পের জন্ম দেয়া নায়ক অথবা খলনায়কের নাম। রক্ষক বান্ধবী শিপ্রার সাহায্য নিয়ে ছোটবেলায় মরে যাওয়া বোনকে ফিরিয়ে আনতে ত্রপা চলে যায় মৃতদের শহরে। সেখানে ঘটতে থাকে নানান রকম কাণ্ড। তারপর? কী ঘটেছিল ত্রপার ভাগ্যে? রহস্যময় ইমিতনিকের জগৎ থেকে কী সে ফিরে আসতে পেরেছিল? আঁধারের মানুষগুলো The warmth is always there, no matter how cold the circumstances are. আঁধারের মানুষগুলোর হৃদয়ের এই উষ্ণতারই গল্প!