একটা কনফারেন্সে যোগ দিতে আবরার সাহেব অনেকদিন পর দেশে এসেছেন । ভেবেছেন, এই সুযোগে মফঃস্বলে নিজের ভিটেবাড়ি বিক্রি করে সেই টাকা দান করবেন। যেহেতু ছোট্ট শহরে ভালো খাবাররের ব্যবস্থা নেই , তাই পাশেই মোতালেব মিয়ার "মন্টু মিয়ার ভাতের হোটেল" এ দুইবেলা খাবার বন্দোবস্ত করলেন। সুস্বাদু খাবার আর মোতালেব মিয়ার আন্তরিক ব্যবহারে মুগ্ধ হন আবরার সাহেব। সেই সাথে মোতালেব মিয়ার গল্প বলায় আকৃষ্ট হন তিনি। মোতালেব প্রায় কয়েকদিন ধরে তাকে হোটেলের নামকরণের অদ্ভুত গল্প শোনাচ্ছে! কিন্তু আবরার সাহেবের জানা ছিল না, এই গল্প শোনার আগ্রহ কী পরিণতি আনতে যাচ্ছে।
অসাধারণ লেখা 🙏
Read all reviews on the Boitoi app
শেষের টুইস্টটা ভালো লেগেছে।