Authors
Explore our collection of books across different authors
সালমা সিদ্দিকা
14
Books
451
Followers
সালমা সিদ্দিকার জন্ম নারায়ণগঞ্জ জেলা শহরে। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স বিষয়ে স্নাতক এবং আইবিএ থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে তিনি ই-কমার্সে পেশা শুরু করেন। বর্তমানে ওয়েলসের রাজধানী কার্ডিফে বসবাস করছেন। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সালমা সিদ্দিকা বই পড়তে ভালোবাসেন। স্কুল জীবন থেকে লেখালেখির হাতেখড়ি।অন্যপ্রকাশ আয়োজিত গল্প কবিতা ডটকম নামে অনলাইন ওয়েব পোর্টালে ছোটগল্প লিখে অনেকবার শ্রেষ্ঠ গল্পকার হিসাবে পুরস্কৃত হয়েছেন। তাঁর শ্রেষ্ঠ গল্পগুলো অন্যপ্রকাশ থেকে অমর একুশে বই মেলায় সেরা গল্প সংকলনে প্রকাশিত হয়। সেই সময় থেকেই লেখকের ভক্ত পাঠক শ্রেণী গড়ে উঠে।২০১৮ সালে লেখকের একক প্রথম প্রকাশিত বই "গল্পটা কাল্পনিক" ফয়সল আরেফিন দীপন স্মৃতি সাহিত্য পুরস্কার অর্জন করে।লেখকের ডাইনী সিরিজের তিনটি বই ব্যাপক পাঠক জনপ্রিয়তা পায়। ২০১৮ সালে "ডাইনী" ২০২১ সালে "ডাইনী পুনরাগমন" এবং ২০২৩ সালে "ডাইনী সমাপ্তি" প্রকাশিত হয়।তাঁর লেখা থ্রিলার, হরর আর ব্যাখ্যাতীত বিষয় নিয়ে গল্প পাঠকের বেশী পছন্দের। এছাড়ায় জীবন ধর্মী এবং রম্য লেখাতেও দক্ষতায় একজন পেশাদার লেখক হিসেবে নিজের পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছেন।২০২০ সালে "ভ্রান্তিকাল" ২০২১ সালে "চুরমার হিউমার" এবং একই বছর "একটা গোপন কথা ছিল বলবার" পাঠক প্রিয়তা অর্জন করে।