আচ্ছা, বুড়ো আঙ্গুল নিয়ে আবার গল্প হয় নাকি? হয়, কাটা বুড়ো আঙ্গুল নিয়ে গল্প হয়! বিখ্যাত ক্যাসিনোর মালিক বব খুন হয়েছে, আর তার মৃত্যুর পরেই শুরু হলো তদন্ত। পুলিশ যখন খুনের রহস্য উন্মোচনে ব্যস্ত, তখন ক্যাসিনোর কর্মচারীরা অফিসের কিচেনে খুঁজে পায় একটি কাটা রক্তাক্ত বুড়ো আঙুল। সন্দেহ করা হলো—এটি ববেরই আঙুল। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। এই আঙুলকে ঘিরে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে কিছু ভয়ঙ্কর মানুষ, যাদের আসল উদ্দেশ্য এখনো অজানা। কী আছে এই আঙুলে? কেন এত লোক এটা খুঁজছে?