ডেভিড রাতের বেলা ডেগেনহাম থেকে লেইটনস্টোনের রুটে বাস চালায়। শীতকালের ঘন কুয়াশায় ঢাকা এক অন্ধকার রাত। রোজকার মতো সেদিনও যথারীতি বাস চালাচ্ছিল সে। পুরো বাস খালি। হঠাৎ বাসস্টপ থেকে এক রহস্যময়ী যাত্রী বাসে উঠল। কৌতূহলী ডেভিড সুন্দরী যাত্রীটিকে লক্ষ্য করতে লাগল। তার মনে হলো, এই মেয়েটাকে সে আগেও দেখেছে। মনে পড়ল, এই মেয়েটি তার সঙ্গে স্কুলে পড়ত! মেয়েটির সঙ্গে জড়িয়ে আছে কুৎসিত এক ইতিহাস। কিন্তু ষাটোর্ধ্ব ডেভিডের সঙ্গে যে মেয়ে স্কুলে পড়ত, সে কিভাবে এখন বাসে এলো? পুরোটাই কি তাহলে ভ্রম? ভয়ার্ত ডেভিড খুব ভালো করে আবার তাকিয়ে দেখল। মেয়েটি উধাও হয়ে গেছে! তারপর...?
The ending was so unpredictable. Good job!
Read all reviews on the Boitoi app
দারুণ 💜 অনেক অনেক সুন্দর। কিভাবে গঠনমূলক মন্তব্য করে জানি না😶 তবে অনেক ভালো লেগেছে সত্যিই অনেক সুন্দর।💜 (মাশাল্লাহ) অনেক গুলো ধন্যবাদ আপনাকে🖤
Onek valo
লেখার গুনগত মান অনেকটা ভালো। বেস্ট অফ লাক...
অসাধারণ! শেষের টুইস্ট পুরো বিষয়ই পাল্টে দিল। অনেকটা যেন "ছিল রুমাল, হয়ে গেল একটা বিড়াল"।