ভালোবেসে মাহেরকে বিয়ে করেছিল বিন্দু। ভেবেছিলো সাজানো সংসার হবে। কিন্তু বিয়ের পরে জানতে পারলো মাহেরের জীবনে সে প্রথম নারী নয়, বিন্দু মাহেরের দ্বিতীয় স্ত্রী। বেপরোয়া বিন্দু বিয়ের সামাজিক মর্যাদা পাওয়ার জন্য চাপ দিতে থাকে। উপায় না দেখে মাহের বিন্দুর মুখ বন্ধ রাখতে শহরের বাইরে তাদের পারিবারিক বাংলোতে লুকিয়ে রাখে। সে বাংলোর কাছেই এক রহস্যময় কুটির। বহু বছর আগে সেখানে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। অনেকেই নাকি এখনও সেই মেয়ের ভৌতিক ছায়া দেখতে পায়। সবাই ওই কুটিরের আশেপাশে যেতে ভয় পায়। অথচ ঘটনাচক্রে অন্তঃসত্ত্বা বিন্দু ওই ভয়াল কুটিরে এক রাত পার করতে বাধ্য হয়। কী হয় সে রাতে? বিন্দু কি সত্যি ভয়ংকর কিছু দেখতে পায়? একটি গল্প লেখা প্রতিযোগিতায় এই গল্পটি যৌথভাবে লিখেছেন সালমা সিদ্দিকা (প্রথম ও দ্বিতীয় পর্ব) ও মৌলী আখন্দ (শেষ পর্ব)।
গল্পটা খুবই ভালো লাগলো।
Read all reviews on the Boitoi app
চমৎকার। খুব ভালো লেগেছে।
গল্পের ধারাবাহিকতা খুব সুন্দরভাবে রক্ষা করায় বোঝাই যায়নি যে দুজন আলাদা লেখক মিলে গল্পটা লিখেছেন। কাহিনীটাও খুব ভালো লাগলো পড়ে।
খুবই ভালো লেগেছে। বিশেষ করে দুজন লেখক মিলে যে গল্পটা লিখেছেন এটা বেশি আকর্ষণীয় ছিল। দুজনের লেখা মিলেমিশে চমৎকার একটা ভৌতিক গল্প সৃষ্টি করেছে। শেষটা ভীষণ সুন্দর 👌