মেয়েটা কি আসলেই ব্ল্যাক ম্যাজিক জানে? ড্যানিয়েল বুঝতে পারে, এই মেয়ের সাথে কোনো অন্তরঙ্গতা করা নিষেধ, তবু মেয়েটা যেন ওকে অদৃশ্য কোন জাদুবলে কাছে টেনে নিচ্ছে। আইরিন আবেগী চোখে তাকিয়ে আছে ওর দিকে। দুই হাত মাথার ওপরে তুলে মোহনীয় ভঙ্গিতে নাড়ছে, নাচছে, যেন কোন নিষিদ্ধ শরীরী ভাষা। ড্যানিয়েল মন্ত্রমুগ্ধের মতো এগিযে গেলো। আইরিন ওর ডান হাতটা রাখলো ড্যানিয়েলের বুকের ওপর, ঠিক যেখানে হৃদপিন্ড থাকে। ও অনুভব করলো ধুকধুক করে বাজছে ড্যানিয়েলের হৃদপিন্ড। পিয়ানোর সাদাকালো কী-এর উপর স্পর্শ করলে যেমন সুর সৃষ্টি হয়, ঠিক তেমন। আইরিন চোখ বন্ধ করে হৃদপিণ্ডের শব্দের তালে নাচতে থাকে। পৃথিবীতে এখন আর কোন শব্দ নেই, চারপাশ নিস্তব্ধ। আইরিন মনে মনে বললো, "তোমার হৃদপিন্ড এখন থেকে আমার দখলে, ড্যানিয়েল।" সবুজ আলোতে ড্যানিয়েলের বাদামি চোখের মনি মিশে বন্য মেটে রং তৈরী করছে । আইরিন স্পষ্ট দেখলো, মনির ভেতরের গোলক ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, তার মানে মানুষটা তাকে কামনা করছে। আইরিন ওর ঠোঁট এগিয়ে ড্যানিয়েলের অধর স্পর্শ করলো। ওপাশ থেকে কোন বাধা এলো না , আসার কথাও না। অরোরার মায়াময় আলোতে ডাইনী চুমু খেলো তার দ্বিতীয় তামালিক পুরুষকে..........."