শিক্ষা জীবন শেষ হওয়ার আগেই অসাধারণ মেধাবী মেয়েটা কাজ শুরু করে এক গোপন গবেষণা কেন্দ্রে। সেখানে নানা রকম নিষ্ঠুরতা দেখে হাঁপিয়ে ওঠে মেয়েটা। কাছের বন্ধুর আত্মহত্যা তাকে বিষন্ন করে তোলে। ভাবতে থাকে, এই কাজ ছেড়ে দেয়া ছাড়া আর কোন উপায় নেই। ঠিক সে সময়ে গবেষণাগারের প্রধান এক অদ্ভুত প্রস্তাব নিয়ে আসে। মেয়েটির মাথায় বসিয়ে দেয়া হবে বিশেষ চিপ যা তার অনুভূতি নিয়ন্ত্রণ করবে। সেই সাথে বেড়ে যাবে মেয়েটির কর্মদক্ষতা।বিনিময়ে মেয়েটি পাবে শহরে একটি বিলাসবহুল বাড়ি। এমন একটা বাড়িতে স্বামীকে নিয়ে থাকার স্বপ্ন বহুদিন ধরে দেখছে মেয়েটি। কিন্তু শেষপর্যন্ত আবেগ অনুভূতির শুন্যতা কী মেয়েটিকে পেশাদারী আর ব্যক্তিগত জীবনে সফল করতে পারে?
আজকের দিনটা আমার ভালো কাটেনি। সারাদিন অনেক চিন্তিত ছিলাম। একটু পরপর অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। তারপরও গভীর মনোযোগে এই গল্পটা পড়ে শেষ করতে পেরেছি। গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে। হ্যাঁ, এমন মনোমুগ্ধকর বই ই ধরকার। যে বই, আমরা মানসিক ভাবে চিন্তিত থাকলেও, আমাদের চিন্তার দুনিয়া থেকে বের করে তার নিজের দুনিয়ায় নিয়ে যাবে। যতক্ষন বই পড়বো ততক্ষন বইয়ের দুনিয়ায় আটকে থাকবো।
Read all reviews on the Boitoi app
গল্পটা ভালো ছিলো।তবে শেষটা ভালো লাগে নি।
Vinnorokom ekta golper plot. Olpo porishore interesting ending.Darun legeche❤️❤️
গল্পের প্লট ভালো ছিল, কিন্তু শেষটা ঠিক বোধগম্য হলো না। গল্পটা বড় হলে কিছুটা মনঃপুত হতো 🙂
দুর্দান্ত কল্পনাশক্তি। সাবলীল লেখার ভঙ্গি। প্লটের প্রশংসা করতেই হয়।
গল্প বলার ধরন, কনসেপ্ট খুব ভালো লেগেছে। কিন্তু পরিণতিটা মনঃপুত হয়নি। মেয়েটা নিজের মাথায় গুলি চালালেই বেশি ভালো হতো।
চমৎকার একটা থ্রিলার গল্প। কাহিনীর ঠাসা বুনোট আর লেখিকার দারুন লেখনীর গুণে জমাট একটা বই।
অসাধারণ এক থ্রিলার পড়লাম 💌