রাগি পুরুষকে ভালোবাসা যায়, জেদি পুরুষের সঙ্গে ঘর বাঁধা যায়, কিন্তু হিংস্র পুরুষকে কি ভালোবেসে স্বামী রূপে গ্রহণ করা যায়? নিজেকে নিজেই অসংখ্য প্রশ্নে জর্জরিত করল হৈমী। বিড়বিড় করে বলল, তার কণ্ঠ শুনলে হৃদয় কাঁপে। সে স্পর্শ করলে শরীরে জাগে শিহরণ। ভালোবেসে যত্ন নিলে সুখ পাই। রেগে গেলে ভয়ে তটস্থ থাকি। আমার জীবনে সে হিরো নাকি ভিলেন? এই নিয়ে খুব কনফিউশন ছিল। একটাবারও টের পেলাম না, হিরো, ভিলেন কিছুই নয়। সে একজন গ্যাংস্টার! শুধু আমার জীবনে নয়, গোটা শহরে বাস করা প্রত্যেকের জীবনে।
"ই-বইটি দারুন হয়েছে। আমার রুদ্র হৈমী জুটিকে ভীষণ পছন্দ। আমি জান্নাতুল নাঈমা আপুর নিরব পাঠক। নাঈমা আপু আমার ফেসবুকে সবচেয়ে পছন্দের লেখিকা। বরাবরের মতোই দারুন লিখেছেন আপু। অনেক শুভকামনা রইল আপুর জন্য ☺️"
Khub sundor
Read all reviews on the Boitoi app
কি সুন্দর রুদ্র হৈমী জুটি টা বেস্ট 🥹✨
হৈমী আর রূদ্রকে অনেক ভালো লাগে, সাথে মাহের আর সূচনাকেও 🥹
তাদের নিয়ে যতোই পড়ি মন ভরে নায়ায়ায়ায়া😭 এত্ত ভালো লাগে কেন এদের,🥹 যদি কথা হয় ওদের নিয়ে ই বুক না সুন্দর হয়ে কি পারে। একটা প্রশ্ন তাদের নিয়ে কি আর কোন ই বুক আছে? থাকলে অবশ্যই কিনে পড়বো। প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকবো। যদিও ফেবুর ২ টা গল্প ই বুক থেকে সুন্দর ছিলো। তবুও অনেক সুন্দর।🥹
অসাধারণ একটা গল্প ❤️❤️❤️❤️
নাঈমা আপুর লেখা আমার বরাবরই খুব পছন্দের।রুদ্র -হৈমী আমার পছন্দের জুটি। It's best book.শুভ কামনা রইলো আপু❤️🫶🏻
আমি বইটি কিনেছি কিন্তু আসেনা কেন
এই প্রথম আপুর কোনো লেখা পড়লাম। হাসিয়েছে, ভালোবাসায় টালমাটাল করেছে। বেশ ভালো লেখা।
আপি তোমার লেখা আসলেই অসাধারণ,,,,,,,,,
অনেক ভালো হয়েছে