Authors
Explore our collection of books across different authors
জান্নাতুল নাঈমা
13
Books
5261
Followers
ক্লান্ত বিকেলে দক্ষিণা হাওয়া গায়ে মেখে ছোটো ছোটো শব্দে যে মেয়েটা কলমের আঁচড় কাটতো ব্যক্তিগত ডায়েরিতে, কালের পরিক্রমায় ফেসবুক প্লাটফর্মে লেখালেখির যাত্রা শুরু হয় তার। বলছি নবাগত লেখক জান্নাতুল নাঈমা এর কথা৷ জন্ম ৭ই জানুয়ারি। বাবা মোঃ জাহাঙ্গীর হোসেন এবং মা রেবেকা বেগমের একমাত্র সন্তান তিনি। তার পৈতৃক নিবাস টাঙ্গাইলের একটি মফস্বল শহরে এবং সেখানেই বেড়ে উঠা৷ বর্তমানে তিনি টাঙ্গাইল শহরের একটি ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের ছাত্রী। সাহিত্যে অনুরাগ থেকে অনার্স করছেন বাংলা সাহিত্য নিয়ে। শখের বসে ২০২০ সালের মাঝামাঝিতে ফেসবুক প্লাটফর্মে লেখালেখি শুরু করেন। তার লেখা গল্প, উপন্যাস ফেসবুকে বেশ জনপ্রিয়তা লাভ করে। ফলে নিয়মিত লেখালেখির মাধ্যমে পাঠকদের ভালোবাসা কুঁড়াতে থাকে সে।