সরল বাক্যলাপ শেষ করেই চট করে রউফের ডান হাতে ছুঁয়ে দিল টিশা। নিমেষেই বৈদ্যুতিক ঝটকা খাওয়ার মতো করে দু’কদম সরে গেল রউফ। বিস্মিত দৃষ্টিতে তাকাল টিশার দিকে। পরক্ষণেই আবার যেখানে টিশা তাকে ছুঁয়ে দিয়েছিল, সেখানটায় তাকাল। টিশা আর এক মুহূর্তও দাঁড়াল না। চপল পায়ে নিজের ঘরে ঢুকে দরজা আঁটকে দিল। রউফ সঙ্গে সঙ্গে নিজের বুকের বাঁ পাশে হাত চেপে ধরল। বড় বড় শ্বাস নিল কয়েকবার। তারপর, প্রাকৃতিক কাজ সেরে ঘরে চলে গেল। শেষরাতে হালকা ঘুম হলো রউফের। সেই হালকা ঘুমেই স্বপ্ন দেখল—লাল টুকটুকে একটা শাড়ি পরে টিশা ঘরে ঢুকল। চপল পায়ে এগিয়ে এসে তার পাশে বসল। এরপর চট করে তার বুকের বাঁ পাশে নিজের ডান হাতটা চেপে ধরল। ওর হাতের কব্জিতে থাকা লাল রঙের রেশমি চুড়িতে ঝনঝন শব্দ হলো। সেই শব্দেই আচমকা ঘুম ভেঙে গেল রউফের। ধড়ফড়িয়ে উঠে বসতেই শুনতে পেল চারদিক থেকে ভেসে আসছে ফজরের আজানের ধ্বনি!
খুব ভালো হয়েছে।
Read all reviews on the Boitoi app
আমার যে কি কষ্ট লাগে এমন গল্প পড়লে, মানুষকে এতো ভালোবাসা দেয়ার পরেও ঠকায় কিভাবে! গল্পটা মন ছুঁয়ে গেছে ,যেনো জীবনের বাস্তব চিত্র। ইস আফসোস লাগতাছে, রউফ কেনো জানলো না রাদের কথা!🥲
আমি মনে করি নিঃসন্দেহে সুন্দর একটি বই এটি। কারণ আমি মনে করি একটা মানুষের কাছে তার আত্মসম্মানই সব কিছু। কারন টিসা যদি রউফকে ক্ষমা করে সব কিছু ঠিক করে নিতো তাহলে দিন শেষে নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে থাকতো। টিসার যতই কষ্ট হোক না কেন রউফের থেকে নিজেকে সরিয়ে নিয়ে ঠিক কাজ টাই করেছে। আসলে সব পাঠকেরা সুন্দর একটা সমাপ্তি চাই... আমিও চাই। তাই বলে বাস্তবতা ভূলে গেলে তো চলবেনা..... বরাবরের মতো সুন্দর লিখেছেন আপু। ধন্যবাদ।
যখন এই বইয়ের লোগো টা দেখেছি তখন মনে ভিতর কেমন যানি খচখচ করেছিল । সেই খচখচালি বাস্তবে রূপ নিল । পড়ার আগে ভাবে ছিলাম কিছু হবে না কিন্তু। পড়া শেষ করে ঠিক বইয়ের লোগো মতন অবস্থা 💔 উঠতি শিক্ষা হইছে রউফ এর। আমার খুব ভালো লাগছে।
Unexpected ending But those who cheat once always remain a cheat. Rouf backboneless person.His punishment is incomplete.Ultimately Tisha has to suffer maximum.