“ধরো, আজ তোমাদের দুইজনের পরনে শাড়ি। ওই শাড়ির আঁচলে এক ঘর লোকের সামনে আমি আগুন ধরাই দিছি। আশপাশে পানি নাই। আগুন নেভানোর কোনো প্রকার ব্যবস্থা নাই। কোনো লোকও সাহায্য করবার এগিয়ে আসতাছে না। এখন তোমরা কী করবা?” রিতিশা সঙ্গে সঙ্গে উত্তর দিলো, “কী করব? চিৎকার করব। সাহায্য চাইব। কেউ সাহায্য না করলে শাড়ি খুলে ফেলে নিজেকে রক্ষা করব।” রিতিশার উত্তর শুনে ইমন বাদে সবাই মোটামুটি সন্তুষ্ট। এবার দাদি মুসকানকে বলল, “তোমার উত্তরটা দাও।” মুসকান শান্ত গলায় উত্তর দিলো, “আকস্মিক মৃত্যুকে মেনে নিব।” নিমেষেই সকলে স্তব্ধ হয়ে গেল। দাদি বলল, “কেন শাড়ি খুলে জান বাঁচাবা না?” “আমার কাছে জানের চেয়েও ইজ্জত মূল্যবান।” ব্যস, মুসকানের এহেন কথায় ইমনের চোখেমুখে দীপ্তি ছড়িয়ে পড়ল। দাদির মুখেও সন্তুষ্টিদায়ক হাসি। তীব্র ঈর্ষায় ফেটে পড়ল রিতিশা। ইমন এগিয়ে এসে রিতিশার দিকে তাকিয়ে বলল, “যার কাছে জীবনের চেয়েও ইজ্জতের মূল্য বেশি, আমার বউ হওয়ার যোগ্যতা কেবল সেই রাখে।”
"আপু তোমার লেখা বরাবর ভালো হয়। অতি প্রিয় একজন লেখিকাদের মধ্যে তুমি একজন।"
গল্পটা পড়ে মন টা ভালো হয়ে গেলো। কী মিষ্টি!
Read all reviews on the Boitoi app
এবারও ভীষণ ভালো লাগলো এই গল্প টা। এমন জীবন সঙ্গী খুব ভাগ্যবতীর কপালেই জোটে। জান্নাত আপুর লেখা আমার ভীষণ ভালো লাগে। অনেক ভালোবাসা নিও আপু।
Onek din theke Emon - Muskan juti r golpo chachhilam. Golpo ta pore khub valo laglo.
মিষ্টি একটা সুন্দর গল্প
সুন্দর বই। বরাবরের মতো ভালো লেগেছে। বর্তমানের কিছু কঠিন চিত্র উঠে এসেছে। শুভ কামনা রইলো আপু..
ইমন - মুসকানকে সর্বপ্রথম পড়েছিলাম বউ চুরি গল্পে।তখন এই চরিত্রগুলোর প্রেমে পড়ে গিয়েছিলাম।গল্পের শুরু,সমাপ্তি সবকিছুই মনমতো হয়েছে। সেই সাথে মুসকানের আত্মসম্মানবোধ আর সাহসিকতা আমাকে অবাক করেছে।আর ইমনকে নিয়ে কী বলবো,আমি ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি।ভালোবাসা রইল আপু..🖤🌸
ভালো লেগেছে বরাবরই আপনার লেখা আমার ভালো লাগে।গল্পটা খুব সাধারণ,মনে হয় যেন খুব পরিচিত,চেনা ঘটনা।তবুও পড়তে কোন বিরক্তি নাই।সবই আপনার লেখার প্রতিভার গুণ।আপনার গুণ আরো ধারালো হতে থাকুক এই দোয়া করি। তবে সত্যি বলতে আপনার প্রেমছন্দে তালবাহানার অপেক্ষায় আছি খুব তীব্র ভাবে।যে কারণে আপনার বা অন্য করো কোন লেখাতেই মনোযোগই দিতে পারছি না।কেন জানি কোন গল্প আমার মনকে ছুঁতে পারছে না।জানি সামনে আপনার পরিক্ষা এখন আর গল্প দিতে পারবেন না।তবুও অপেক্ষায় আছি।
ইমন- মুসকান বরাবরই প্রিয় জুটির তালিকায় আছে। গল্পের বেস্ট পার্ট ছিল মুসকানের আত্মসম্মান ও নিজের সম্মান রক্ষার্থে বাঘি*নীর রূপ 💙 এমন দাদী ও বান্ধবী থাকলে জীবন এমনিতেই সুন্দর 🫶আর ইমনের ব্যক্তিত্ব ও ভালোবাসা ছিল মনোমুগ্ধকর 💜
আমার প্রিয় জুটি ইমন মুসকান কিন্তু এতো ছোট,আরো একটু বড় হলো ভালো হতো।
মিষ্টি একখানা মন্ত্রগল্প