ডাঃ সৌধ চৌধুরী বলছেন। আপনি কে?” “আমি!” মুহূর্তেই চুপ হয়ে যায় সৌধ। দীর্ঘক্ষণ নীরব থেকে বলে, “সুহাসের বোন, right?” সিমরান অবাক হয় ভীষণ। বড্ড অভিমানী হয়ে রয় বুক। সৌধ ফের বলে, “বলুন, কী বলবেন।” চমকে উঠে সিমরান। সৌধ তাকে আপনি করে বলছে! প্রচণ্ড কান্না পেয়ে যায়। সে কেঁদেও ফেলে। সৌধ বুঝতে পারে সিমরান কাঁদছে। তাই বলে, “দেখুন, আপনার সঙ্গে আমি কোনো প্রকার কথা বলতে চাচ্ছি না। অপেক্ষায় আছি নির্দিষ্ট তারিখটার। বিয়ে করে বউ রূপে ঘরে তুলে, তারপর আপনার সঙ্গে আমার কথা হবে। ছয় বছরের তুলে রাখা সব কথা হবে। ছ'বছরের জমিয়ে রাখা ভালোবাসা, আদরের জন্য নিজেকে প্রস্তুত রাখুন।” সহসা আঁতকে উঠে সিমরান। এত কষ্ট, অভিমানেও একরাশ লজ্জা দানা বাঁধে বুকে। চট করে ফোন কেটে দেয় সিমরান। ফোনের ওপাশে সৌধ দীর্ঘশ্বাস ফেলে। কতকিছু ঘটে গেছে জীবনে। তবুও সে জানে মেয়েটার হৃদয়ে তার জন্য ভালোবাসা একটুও কমেনি। অবশেষে বহু বছরের প্রতীক্ষার অবসান ঘটবে। নিজের ভালোবাসাকে নিজের করে পাবে সৌধ। সিমরান বউ হয়ে আসবে তার ঘরে।
সৌধ আর সিনু সবচেয়ে প্রিয় জুটি, ওদের কোনো তুলনা হয়না। ওদের পড়তে গেলে নতুন অনুভূতি জাগে🥹।ভীষণ প্রিয় সৌধ সিনু❤️
Read all reviews on the Boitoi app
এই টা কি ছিলো ভাই আমি এমন কিছু আশা করি নাই 💔💔
😭😭😭😭
এভাবে নামি সুহাসকে চাইনাই আপু। খারাপ লাগছে অনেক।
এটা কি করলে আপু? সুহাসকে নামীর থেকে কেড়ে নিলে কেন? না কাঁদালে কি হতো না? এত বিষাদময় লাগছে কেন আমার! তোমরা লেখিকারা একটা চরিত্রকে এমনভাবে প্রাণ দাও যে আমরা পাঠকরা ভুলে যাই ওটা শুধুই কাল্পনিক চরিত্র। আমি সবটা জেনে বুঝেও কেঁদে ফেলেছি আজ। যেই গল্পের নাম ❝প্রেমের জোয়ারে দুকূল ভেসেছে❞, সেই গল্পে না পাওয়ার এত হাহাকার মানতেই পারছি না। খুব কষ্ট হচ্ছে আপু। আমি আজ এক আকাশ সমান অভিমান করলাম তোমার উপর আপু😔
আপুর লিখা আমার সবসময়ই খুব ভালো লাগে, এবার ইবুক মেলায় আমি ৪/৫ টা বই কিনেছি কিন্তু একটাও পড়ি নাই। ভেবেছিলাম এইটা পড়ে বাকি গুলা পড়বো। ইবুক টা কিনে পড়া শুরু করলাম খুবই উচ্ছাসের সাথে। কিন্তু পড়তে পড়তে কখন যে দুচোখ দিয়ে পানি পরতে লাগলো বুঝলামই না। বুক টা এখনো ভার হয়ে আছে। খুব কান্না পাচ্ছে আমার। এমন চমক পাবো স্বপনেও ভাবি নাই 🥲🥲🥺🥺
কাঁদিয়ে ফেললেন তো!! এভাবে সুহাস কে প্রাণে আর তার ভালোবাসায় নামি কে জীবনে মেরে দিলেন!!! খুব বেশি ছোট লেগেছে।আর একটু বড় হলে ভালো লাগতো।গানেই অনেকগুলো লাইন পার হয়ে গেছে। তবে ঠিক যতোটা আবেগ,ভালোবাসা নিয়ে সৌধ সিনু সুহাস নামী কে পড়তে বইটা কিনলাম হৃদয় ততোটা প্রশান্তি পেলো না। প্রার্থনা করি আপনার লেখার সৌন্দর্য পূর্বের থেকেও বৃদ্ধি পেতে থাকুক। লেখা খুব দ্রুত আর তাড়াহুড়ো করে শেষ করেছেন লেখায় স্পষ্ট বোঝা যাচ্ছ।
এই গল্প টার জন্য বিশেষ করে সুহাস ❤️ নামী জন্য অপেক্ষায় ছিলাম। এক পাগলা প্রেমিক কে দেখলাম। ভালোবেসে যে নিজেকে উন্মাদ করেছে। যে নিজেকে পরিবর্তন করেছে। কিন্তু অবহেলা তে হারিয়ে গেলো সেই ভালোবাসা। আর নামী হারিয়ে বুঝলো যে সে কি হরিয়েছে। শুরু থেকে গল্প টা মন কেড়ে নিয়েছে. সুহাস এর জন্য ই অপেক্ষা করেছি। সুহাস এর মৃত্যু টা মানতে পারছি না আপু। সুহাস আর নামী র জন্য, ওদের প্রেম দেখার জন্য অধীর আগ্রহে ছিলাম। পেলাম আবার সুহাস হারিয়ে গেলো। আপু সুহাস আর নামী মানেই ভালোবাসা। ওদের মতো অন্য কোনো জুটি এত টা মন কেড়ে নিতে পারে নাই। গল্প টা অনেক সুন্দর হয়েছে আপু। শুধু সুহাস এর মৃত্যু টা আমাকে কষ্ট দিয়েছে। সৌধ আর সিনু কে তো আগেই পড়েছি। ওদের না বরং সুহাস আর নামী কে আবার ও পড়তে চাই মন দিয়ে ।
Naiyma apu vlo likso..soudh r simran k noton vabe peye vlo lagse..sohas ar first time dostami gula pore akai haslam jamai boltese pagol hoye gesi.. Soudh k jodi hazar bar ano hazar bar porte raji asi🥰..vision vlo laglo pore❤️..Again thanks naiyma apu ato sondor golpo amader deyar jonno ❤️❤️
সুহাস আর নামীর এমন কেনো হলো😭😭। যাই হোক খুব সুন্দর গল্প লিখেছেন আপু।বরাবর এর মতো আবার ও মুগ্ধ হয়েছি তোমার গল্প পরে।পছন্দের জুটিটা কে ভিন্ন রূপ এ দেখে যেমন খুশি হয়েছি তেমন কষ্ট পেয়েছি😭💝। তোমার কাছে একটা আবদার এই ই-বুক এর দ্বিতীয় খন্ড চাই 🥺🥺। এভাবেই আমাদের ভিন্ন ধরনের গল্প উপহার দিয়ে যাও🥹💝💝।