ফিনফিনে, ফর্সা দেহে সবুজ শাড়ি জড়ানো। শাড়ির আঁচল সুনিপুণভাবে কোমরে বেঁধে রাখা। মাথায় খুলে রাখা একঝাঁক কুঁকড়ানো চুল। সেই চুলে লেগে আছে অসংখ্য শিউলি ফুল, যা কিশোরী দেহে অন্য মাত্রায় সৌন্দর্য এনে দিয়েছে। যে সৌন্দর্য দৃষ্টিপাত করে জমিদারের সভ্য ছেলেটা এলোমেলো হয়ে গেল একরত্তি। অজ্ঞাত কিশোরীর পরিচয় জানতে হাসফাস শুরু হলো হৃদমাঝারে। এক ধ্যানে, মুগ্ধতা নিয়ে তাকিয়ে ধীরে ধীরে এগুতে লাগলো প্রণয়। অচেনা, বলিষ্ঠ দেহধারী এক পুরুষকে নিজের দিকে আগাতে দেখে ভয়ে কাঁপতে লাগলো শাহিনুর। দু পা পিছিয়ে ঘুরে দাঁড়াল সে। এরপর মাকে স্মরণ করে এক ছুটে পালালো। এহেন কাণ্ডে বুকের ভেতর ছ্যাঁত করে উঠল প্রণয় চৌধুরীর। সে ত্বরিত দু পা বাড়িয়ে ডান হাত এগিয়ে ধরল। খানিকটা উঁচু কণ্ঠে বলল, "কে তুমি? নাম কী তোমার? পরিচয় দিয়ে যাও, কিশোরী।"
এক বুক ভালোবাসা নিয়ে ডাকল, ‘এদিকে এসো, নুর।’ শাহিনুর শুনল ঠিকি, কিন্তু প্রতিক্রিয়া দিলো না। প্রণয় আবারও ডাকল, ‘নুর, নিচে নেমে আসো।’ এবারেও শাহিনুর প্রতিক্রিয়াহীন। প্রণয় আবার ডাকল, ‘নুর, নুর, ও নুর?’................. প্রণয়-শাহিনুরের প্রতি এক অদ্ভুত টানই আমাকে টেনে নিয়েছিল প্রণয়বধূ ই'বুকের পাতায়। আসলে প্রথমে বইটি কেনার ইচ্ছে ছিল না, কিন্তু দু’জনের সম্পর্কের এই চুম্বকীয় টান আমাকে থামতে দেয়নি। নামের উচ্চারণের দিক থেকে আমার নিজের নামের সাথে "নূর" মিল থাকায় পড়তে পড়তে অদ্ভুত এক আত্মীয়তা অনুভব করছিলাম। বইয়ের এই অংশে এসে যেন আমি আটকে গিয়েছি, আমার ভেতরের কোনো পুরোনো দরজা খুলে গেল, নিজেকেই খোঁজে পেলাম কারণ কেউ একজন আমাকেও এমন করে, এমন টানে, এমন আদরে ডাকত। প্রণয় যতবারই "নূর" ডাকে, আমার বুকের ভেতর কেঁপে ওঠে, মনে হয়, এই তো আমাকেই কেউ ডাকছে। কাগজের পৃষ্ঠার শব্দ ছাপিয়ে যেন সেই ডাক আমার কানে পৌঁছে যায়। যা আমার হৃদস্পদন দ্বিগুণ করে তুলেছে। এটা পড়ে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি সাধারণত খুব নিরব পাঠিকা, কোনো বইয়ের রিভিউ লিখি না, মন্তব্য করি না। কিন্তু আজ এই অনুভূতিটা চেপে রাখা গেল না। মনে হলো লেখিকা আপুর সাথে এটা শেয়ার করতেই হবে। অনেক অনেক পছন্দের জুটির মাঝে প্রণয়-শাহিনুর ও আমার ভীষণ পছন্দের একটি জুটি। তাদের কথোপকথনের ভেতরে লুকিয়ে আছে এক ধরনের গভীর মমতা, যা পাঠকের হৃদয়ে গিয়ে ধরা দেয়। সবশেষে আপনি আর বাবু সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার জন্য, বাবুর জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।
Read all reviews on the Boitoi app
প্রণয় শাহিনুর মানেই হিট জুটি।ইশশশ এটা দারুণ ছিল আপুই। মনে হচ্ছে আরও বড় হলে বেশি ভালো লাগতো ওদের কে অনেক মিস করবো।🥹😞
প্রণয়-নুর,একটা আদুরে, মিষ্টি,একইসাথে মেইড ফর ইচ আদার এর মতো জুটি।পরে পড়ার জন্য ফেলে রেখে অন্য কিছুতে মন বসাতে পারছিলাম না,কিন্তুউউ পড়ে ফেলেছি। এটা হাওয়াই মিঠাইয়ের মতো টুকুস করে শেষ হয়ে গেলো। ☹️ দারুণ একটা গল্প উপহার পেয়েছি।আমার তো আর একটুর জন্য অন্তর আত্মা বেরিয়ে যায়নি।লাস্টে গিয়ে সত্যি জেনে ছ্যাঁকা খেলাম।ভীষণ সুন্দর হয়েছে গল্পটা। একদম আদর আদর। লাভ ইউ আপাই..😚🤎
এক কথায় পাঠক হৃদয় তৃপ্ত।