কাঁপা কাঁপা পায়ে ভেতরে ঢুকতেই মৃদু অন্ধকারে দেখা মিলল এক মানুষের অবয়ব। উল্টে শুয়ে আছে সে। পরনে শুধু একটা প্যান্ট। পিঠ থেকে কোমর—সবটাই উন্মুক্ত। গালটা ফ্লোরের এক পাশে ঠেকানো, যেন নিষ্পাপ কোনো বাচ্চার মতো ঘুমিয়ে আছে মানুষটা। প্রিয়ম খেয়াল করল, গালভর্তি দাড়িগুলো ময়লায় একদম বেসাইজ হয়ে গেছে। চুলগুলো এলোমেলো, অস্বাভাবিক লম্বা। এত বড় চুল কার? তার প্রাণের? পিঠের দিকে চোখ ফেলতেই প্রিয়মের শরীরে শিরা-উপশিরার রক্ত চলাচল যেন থেমে গেল। তার সখের পুরুষটার সুন্দর পিঠময় কীসের এ আঘাত? সামনে পড়ে থাকা মানুষটাকে চিনতে পারল না প্রিয়ম। কে এই ব্যক্তি? এটা কি সত্যিই প্রাণ? কীভাবে সম্ভব? এ কি প্রিয়র প্রাণের হাল? এই এলোমেলো, আঘাতে জর্জরিত মানুষটাই কি তার প্রাণ? আদনানকে ছেড়ে দৌড়ে প্রাণের কাছে গিয়ে পড়ল প্রিয়ম। হতভম্ব ভাবটা কিছুতেই কাটছে না। স্তব্ধ চাহনি আর রুদ্ধ শ্বাস নিয়ে ধীরে কণ্ঠে ডাকল, —"প্রাণ?"
আপাই এত সুন্দর করে কীভাবে লেখ তুমি মনে হচ্ছিলো একদম সামনে থেকে সব হচ্ছে।প্রাণের পাগলালামি,প্রিয়র ভালোবাসা। তোষা ছাড়া অসহায় আরহাম। ইশ কি যে হৃদয় কাপানো কষ্ট,আমাকে কাদিয়েছে😭। আর শেষ বেলায় প্রানের একটু অক্ষমতা আর প্রিয়র ভালোবাসার মিলবন্ধন🥰
Read all reviews on the Boitoi app
অনেকদিন আগেই কিনেছিলাম ইবুকটা। ফেসবুকের প্রিয় প্রাণ গল্পের এন্ডিং খাপছাড়া লেগেছিল যেটার পরিপূর্ণ হয়েছে প্রাণ প্রিয় ইবুকের মাধ্যমে। তোষার মৃত্যু, আরহামের অসহায়ত্ব আমাকে কাদিয়েছে খুব। তুষারের উপর রাগ উঠেছিল কিন্তু মেয়ের শোচনীয় অবস্থা দেখে কোনে বাবা ঠিক থাকতে পারে না। তবে ভালো লাগছে সবশেষে প্রাণ আর প্রিয় তাদের সন্তানদের নিয়ে সুখে শান্তি তে আছে। অনেক ধন্যবাদ আপুকে ইবুকটি লিখার জন্য।❤️
কিছু বলার নেই।বইটা একেবারে মনে গেঁথে গেছে। বইটার প্রতিটি লাইনে চোখে পানি পড়েছে।আরহাম তোষার জন্য খারাপ লেগেছে। তুষার যখন প্রাণকে মারলো আরহামের অসহায়ত্ব ছেলের জন্য খারাপ লেগেছে। আরহামের চলে যাওয়া। আর কোনো শব্দ নেই প্রকাশ করার জন্য।
জনাবা লেখিকা এত মাদকতা মিশিয়ে কিভাবে লিখেন বলুন ত। পুরো রাত জেগে গল্পটা শেষ করার লোভে পড়ে গিয়েছি, ২য় বার পড়তে ইচ্ছা হচ্ছে খুব। এভাবে লিখবেন না অনুরোধ করছি, লোভ হয়ে যায় যে। ফেসবুকের সব পর্ব শেষ করে এখানের গুলো শেষ করে ফেলেছি। অদ্ভুতভাবে আমার সাথে মিল আছে একটা চরিত্রের সঙ্গে। অসাধারণ গল্পটার জন্য আপনাকে ধন্যবাদ
Excellent 👍
বেশ অনেকদিন হলো বইটা পড়েছি। তবে রিভিউ দেয়া হয়নি।ফ্লাশব্যাক অনেক বেশি বড় ছিল এটা ভালো লাগেনি।তবে বইটা ভালো না বেশ ভালো লেগেছে। হৃদয় স্পর্শ করেছে। কিছু জায়গায় না চাইতেও চোখের পানি এসেছে। বইয়ের মজার জায়গা গুলোকে লেখিকাকে আগেই পেজ এ না দেয়ার অনুরোধ রইলো।বই পড়ার সময় পড়তে ভালো লাগে।আগে খুব বেশি পড়া হয়ে গেলে পরে ভালো লাগে না।
অসম্ভব সুন্দর একটা গল্প। এই গল্প পড়ে চোখ দিয়ে বারংবার জল পড়েছে। কিন্তু গল্পটা এভাবে না সাজালে মন কাড়তো না।
আমার এখনো মনে আছে সায়ু আপু প্রিয় প্রান লিখার আগে পোস্ট করেছিল পাঠকগন একটি গল্প লিখা শুরু করেছি নায়ক থাকবে সাইকো টাইপ😬😬 যখন প্রিয় প্রান শেষ হলো তখন জানতে ইচ্ছে করতো তোষাকে ছাড়া তার প্রান দুটি কেমন ছিল 🙂🙂 প্রান প্রিয় পড়ার পরে ঘোরের মধ্যে আছি। তোষার মৃত্যু আরহাম এর অসহায়ত্ব আমাকে কাঁদিয়েছে। প্রান এর কষ্টে কষ্ট পেয়েছি। কিন্তু তবু প্রান আর প্রিয় এর ভালোবাসা মুগ্ধ করেছে 🙂🙂🙂
মাশাআল্লাহ এতো সুন্দর করে লিখেছো যে আমার মন ভরে গেছে বরাবরই তুমি আমার একজন খুব প্রিয় লিখিকা গল্পটা এতো ভালো লেগেছে যে কি বলবো বুঝতে পারছি না এককথায় অসাধারণ হয়েছে গল্পটা তোমার জন্যেও রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা❤️❤️❤️
Mashallah mashallah Khub khub sundor hoyeche ...ei prothom ami online e boi kinlam ...tomr likha shob golpo Facebook e porechi oshadharon prottekta...ei boi ta pore mne hoche priyo pran ta complete holo...