Authors
Explore our collection of books across different authors
সাইয়্যারা খান
10
Books
2541
Followers
আম্মু-আব্বুর দ্বিতীয় সন্তান আমি। দুই ভাইয়ের মাঝে এক কন্যা। তাদের রাখা নাম হলো হাদিকা খান। "সাইয়্যারা খান" নামটা ভালোবাসার। যার অর্থ তারা। পুরান ঢাকা পেরিয়ে বুড়িগঙ্গা'র অপর পাশে অবস্থিত কেরানীগঞ্জের বাসিন্দা আমি। বর্তমানে স্টামফোর্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বিএসসি ইন মাইক্রোবায়োলজি করছি। আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং কেয়ার ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসএসসি পরিক্ষা সম্পূর্ণ করেছি। ছোট্ট মানুষ আমি তাই ছোট্ট আমার পরিচয়।