বাইকের সিটে হেলান দিয়েই চাঁদ চোখ খুলে তাকাল। লালচে চোখ দিয়ে আগা থেকে গোড়া পর্যন্ত পরখ করল তাঁরাকে। তাঁরার অন্তরাত্মা কেঁপে উঠল সেই চাহনিতে। চাঁদ উঠে বসে ধীরে ধীরে শেষ টান দিল সিগারেটে। বিষাক্ত ধোঁয়া উড়িয়ে দিল বাতাসে। পাশ থেকে পিয়াস একটি স্প্রাইটের বোতল এগিয়ে দিতেই, চাঁদ ঢকঢক করে কয়েক ঢোঁকে তা গিলে ফেলল। বোতলের তলায় সামান্য স্প্রাইট অবশিষ্ট ছিল। চাঁদ আবার চোখ তুলে তাকাল পাশে দাঁড়িয়ে থাকা স্কুল ড্রেস পরা, লম্বা দুই বেণী করা, গোলগাল মুখের উজ্জ্বল শ্যামলা মেয়েটির দিকে। মেয়েটি ভয়ে কাঁপছে, আর যেকোনো মুহূর্তে কান্নায় ভেঙে পড়তে পারে। চাঁদ নিজের খাওয়া স্প্রাইটের বোতলটি এগিয়ে দিয়ে বলল, "খেয়ে নে।" তাঁরা জানে, যদি না খায়, তবে বিপদ। কোনো মতে কাঁপা কাঁপা হাতে বোতলটি নিল, কিন্তু খায়নি। তা দেখে চাঁদ রাগে এক ধমক দিল, "কিরে, খাচ্ছিস না কেন? থাপ্পড় খাবি?"
sob miliye valoi
Read all reviews on the Boitoi app
শুরু থেকেই সাধারণ এর অতি অসাধারণ এবং ভালোলাগার একটি গল্প ছিল আপু অনেক ভালো হয়েছে গল্পটা। ধন্যবাদ আর সীমাহীন ভালোবাসা 🫶
চাঁদ-তারা আমার পড়া প্রথম এবং বেস্ট একটা ই-বুক। এই ই-বুকের মাধ্যমে আমি সাইয়্যারা আপুকে চিনেছিলাম। অসম্ভব সুন্দর লেখনি। ভালোবাসা আপুই🌛⭐
কি বলবো আপু। চাঁদ তারা ওদের জুটিটা অনেক পছন্দের। কোনো শব্দ নেই যে আমি আমার অনূভুতি প্রকাশ করবো।গল্প পড়ে কারো মন খারাপ হবে না।
ভালো লেগেছে🌸
অনেকদিন চাঁদ তাঁরা কে পড়ার ইচ্ছে ছিলো।পড়েই ফেললাম।সত্যিই অনেক সুন্দর ছিল ইবুকটা।তাঁরার প্রতি চাঁদের ভালোবাসা,পজেসিভনেস দেখার মতো। তবে কথায় কথায় তাঁরাকে না মারলেও পারতো।🥲 সর্বোপরি সুন্দর ছিলো। ধন্যবাদ সায়্যু আপু ইবুকটা লিখার জন্য।💗
চাঁদ এবং তাঁরা অসাধারণ এবং আমার পছন্দের দুই চরিত্র।❤️
Onek valo legeche golpotaaa.. অমৃতাংশু নহ্মত্র pore ato j valo legeche ki blbo.... Chad er valobasha otulonio...... Chad er mto shami pawa onek vaggo... Jkhn bollo ami palbo ok tbuo ashte badha dishna... Ahhh ki shanti laglo buke.
ভালোই কিন্তু চাঁদের কথায় কথায় হাত তোলা কমাতে হবে
অসাধারণ 💜💜💜💜💜💜💜