সময়, পরিস্থিতি, ভুল আর কিছু নিষিদ্ধ ইচ্ছে সবটা মানুষ'কে অসহায় করে তুলে। আরবাজের সেই সুপ্ত অনুভূতি আর নেশা'র মতো বোকাসোকা ষোড়শীর ভালোবাসা। একটা ভুল! একটা জান! সবটা শেষ। আরবাজ জানতো সমাপ্তি কখনো সুখময় হবে না তবুও যেন পা বাড়ালো। নেশা'র করা অযৌক্তিক দাবি তার যৌক্তিক মনে হলো। হবেই তো! মানুষ নিষিদ্ধের প্রতিই আকৃষ্ট। যত অন্ধকার মানুষ ততই রহস্যের খোঁজে। মাঝপথে আজলানের আগমন। তার মতো শুদ্ধ পুরুষই যেন যোগ্য বাসি ফুলের ন্যায় নেশা'র। যার শুধু নামই না বরং পুরো ষোড়শীটাই এক নেশা'র আড্ডা। প্রাণেশা।
Golpo ta khub sundor chilo apu ❤️❤️ Thank you so much apu apnake ato sundor golpo dayor jonno ❤️❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
অনেক অনেক সুন্দর ই-বুকটি। অসাধারন লেখনি। সমাজের কিছু কঠিন এবং বাস্তব চিত্র।হয়তো কোথাও কারো জীবন এভাবে আধারে নিমজ্জিত হয়ে চলেছে। কিন্তু নেশার সেই অন্ধকার জীবনে পূর্ণিমার চাঁদ হয়ে এসেছে আজলান। আজলান তার নিজম্ব আলো দিয়ে নেশার জীবনের সকল আধার আর কলঙ্ক দূর করে দিয়েছে। জাস্ট অসাধারণ ছিলো আপু। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর লেখার জন্য❤️❤️
ই বুক: প্রাণেশা। আমার প্রথম রিভিউ। ভুল হতে পারে। প্রাণেশা"— নামের মধ্যেই যেন একটা শিশুসুলভ সরলতা আছে, কিন্তু গল্পটা ঠিক ততটাই জটিল ও আবেগপ্রবণ। সমাজের বাস্তবতা, ভালোবাসার টানাপোড়েন, পারিবারিক অবহেলা, এবং বিশ্বাসের সন্ধান— সবকিছুর মিশেলে তৈরি হয়েছে এই বইটি। প্রাণেশার জীবন যেন এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। এক ধনী পরিবারের মেয়ে হয়েও সে ভালোবাসার কাঙাল। এতো অবহেলার মধ্যে আবরাজ এর একটু যত্ন সে নিজের সব বিসর্জন দিয়েছে দিনশেষে তাকে এক নিষ্ঠুর অভিজ্ঞতার মধ্যে ঠেলে দেয়। এরপর তার জীবনে আসে নতুন এক অধ্যায়— ইসলামী জীবনধারার প্রতি আকৃষ্ট হওয়া। আজলান তার স্বামী তাকে নিজের ভালেবাসা দিয়ে ইসলামের জীবন যাপনে উৎসাহ করে। আমাদের সমাজে প্রাণেশার মতো মেয়েদের জীবন এমনি হয়। সাইয়্যারা খান আপুর লিখাগুলো হৃদয় ছুঁয়ে দেয়।
অসম্ভব সুন্দর!!!
সাইয়্যারা আপুর হাতে লিখা ইউনিক একটা গল্প পড়লাম।পুরো গল্পটা অনেক সুন্দর ছিল। যারা বাস্তবিক মনের তারা অবশ্যই এটা পড়া উচিত। 🫶🫶 ভালোবাসা নিও আপু💜
অসাধারণ একটা বই
Very appreciative. I loved it .
coto golpo mone hoicy....tobe overall sundor cilo❤️🫶....vlobasa hok amn e...halal🫶
Amar pora sob thaka sundor akta story. Onk kichu silam ami story ta thaka. Story ta ak kothi nispap. Apu apnar lika cheni ar pranasa 2 tai amar onk onk basi valo lagasa. Ami full story ta pora kano jani chok ar pani atkata pari ni. Ato sundor vaba liksan apni ja ar bisoy a ja e bolbo ta kom hoya jaba. Sob sas a aii tai doa kori protita ma baba tar sontandar aktu bujuk aktu valobasuk. Tahola ar pretibi ta amon hoba na. Amar jodi kono komota thakto tahola ami protita ma baba ka aii story ta porta boltam.
আসসালামু আলাইকুম মিষ্টি আপু।এত সুন্দর একটা ই-বুক দেওয়ার জন্য তোমাকে এক বুক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ।তোমার ফেবুতে সব গুলো গল্প,বই,ই-বুক দুইটা পড়েছি।সব গুলোও গল্প অনেক সুন্দর যা মন কারার জন্য যথেষ্ট। যখন ই-বুক টা বের হলো পড়ার জন্য মনটা খুব আকুল হয়েছিল।তবে ফেবুতে প্রথম দুই পার্ট পড়ে মনে হয়েছিল এমন গল্প কিভাবে ইসলামিক হয়।তারপরও কেন জানি না গল্প টার প্রতি এক ধরনের নেশা কাজ করেছিল পড়ার জন্য। কিন্তু বিকাশে টাকা না থাকায় কিনতে পারছিলাম না। "প্রানেশার" মতো এতটা মনোমুগ্ধকর এ চমৎকার গল্প পড়ি নাই।এই গল্প টার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারবো।যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রানেশার মতো মেয়ে আমাদের সমাজে অহরহ দেখা না গেলেও কিছু সংখ্যক আছে।ওর পরিবারের মতোও এমন পরিবার আছে যারা শুধু টাকা ও এনজয় চিনে।সন্তানের ভালো মন্দের দিকে এদের নজর নাই বললেই চলে ।তারা মনে করে এগুলো না করতে পারলে জীবন ব্যর্থ। আবরাজ "প্রানেশা" কে একটু ভালোবাসার দেওয়ার জন্য যা করেছে নিতান্তই দৃষ্টি কটুশীল সমাজের চোখে।তার যেহেতু বউ,মেয়েরা ছিল সেখানে এই পথে আসা ঠিক হয় নি। কিন্তু "প্রানেশা" ভালোবাসা পাওয়ার লোভে এতটাই অন্ধ হয়েছিল যা প্রতিনিয়তই ভুল পথে অগ্রসর হয়েছে।যার দূরন ওর নিষ্পাপ শিশু টা তার শাস্তি পেয়েছে। প্রানেশার মতো এমন মেয়ে অনেকেই আছে যারা পরিবার থেকে ভালোবাসা না পেয়ে ভুল পথে অগ্রসর হয়। আজলান চরিত্র টা আমাকে এতটাই মুগ্ধ করেছে যা বলার বাইরে। একটা মানুষ এতটা অমায়িক হয় তা হয়তো এই চরিএটা না দেখলে বুঝতে পারতাম না। সত্যি স্বামী হিসেবে আজলানের তুলনা হয় না। প্রতিটি মেয়ের জীবনে এমন একজন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার।যে "প্রানেশা" কে সব সময় অতীত ভূলে বর্তমান ও ভবিষ্যৎ জীবন এর দিকে সাপোর্ট দিয়েছে। কখনো অতীত নিয়ে কথা শুনায় নি।সব সময় ভালোবেসে গেছে। যাইহোক অনেক সুন্দর হয়েছে গল্প টা । সব শেষে একটাই কথা বলবো এতটা সুন্দর গল্প আমি খুব কম পড়েছি।এই গল্প টা আমাকে এতটাই মুগ্ধ করেছে সেটা বলে বোঝাতে পারব না। দোয়া করি সাইয়্যারা আপু তুমি ভালো থাকো সুস্থ থাকো আর এমন এমন অনেক গল্প দিয়ে আমাদের মুগ্ধ করো। সব শেষে এত্তো গুলো ভালোবাসা আপু।🌺💖 Love youuuuu so much apuuuuu🥰🥰