টি এস সির মোড়ে বৃষ্টি মুখর দিনে প্রেরসীর হাত ধরে ভিজে ভিজে গরম গরম চা মোটেও মন্দ নয়। ইয়াজ তারাতাড়ি হসপিটাল থেকে বের হলো। জারবার তো কলেজ ছুটি দিয়ে দিয়েছে। গাড়ি চালিয়ে ১০ মিনিটের কলেজের সামনে হাজির বান্দা। এদিক ওদিক তাকিয়েও জারবার দেখা মিললো না। ইশ মেয়েটা কি চলে গেল? আজ কি তাহলে বৃষ্টি বিলাস হবে না? ওর ভাবনার মাঝেই কেউ ছাতা হাতে নক করলো গাড়ীর কাঁচে। ইয়াজ ভ্রু কুচকে থাই খুলতেই ঝাপটা এলো বাতাসের সাথে পানির কিছু বিন্দু। ঐ বাতাস যেন শরীর হিম করা বাতাস। বাতাসের সাথে তীব্র পরিচিত সেই ঘ্রাণ। এ যেন নাসারন্ধ্র ছিদ্র করে হৃদপিণ্ডে হামলা চালালো। না দেখেও বুঝলো ছাতা দিয়ে ঢাকা এই সপ্তর্ষি কন্যা আর কেউ না বরং ইয়াজেরই প্রেম সে। বুকে তরঙ্গ উঠানো প্রেম। ঢেউ খেলানো প্রেম। জোয়ারে সব ধ্বংস করা সেই প্রেম
তোমার লেখা প্রতিটি গল্পই আমি পড়েছি। দুর্দান্ত লেখনী তোমার। প্রত্যেকটি বিষয় চরিত্র এত সুন্দর ও সাবলীল ভাবে ফুটিয়ে তুলেছো যে হৃদয় ছুঁয়ে গেছে। ভালোবাসার ভিন্ন রং গল্প টা বরাবরই আমার খুব পছন্দের। এই গল্পের প্রত্যেকটা জুটি গুলো কেও আমার অসাধারণ লাগে। নিঃসন্দেহে অসম্ভব সুন্দর ছিলো গল্প টা শুরু থেকে শেষ অব্দি সব কিছুই সুন্দর ছিলো।আর সমাপ্তি টাও হয়েছে চমৎকার।
Read all reviews on the Boitoi app
ভালোবাসার ভিন্ন রং আমার খুবই পছন্দের গল্প।সেখানে রোদ-আদ্রিয়ান ছাড়াও জারবা-ইয়াজ,রাদ-জাইফা,রাতুল-দিশা ও আমার পছন্দের জুটি।রাদের জাইফার প্রতি ভালোবাসাটা খুব কম মেয়েই পায়। যেকোনো পরিস্থিতিতে পাশে থাকে কয়জনই বা।দিশা আর রাতুল এর জন্য খুব খারাপ লেগেছে। দিন শেষে তারাও একে অন্যের দুঃখ ঘুচানোর সঙ্গী হয়েছে। 🥺 জারবা ইয়াজকেও ভালো লেগেছে। ইবুকে রাতুল-দিশা আর জারবা-ইয়াজের বিয়েটা দিলেও পারতে। মনে হলো আরেকটু বড় হলে ভালো হতো।🥺 যাক গে ব্যাপার না ওটা আমি কল্পনাতে দেখে নিব। শুভকামনা তোমার জন্য আপু।দোয়া করি তোমার জন্য যেন সুস্থ থাকো সবসময় আর আমাদের জন্য সুন্দর সুন্দর গল্প লিখো।💌💞
Valobasha khub osohai🙃 je mon thake bashe sei feel kore tar opor ki jaai🙃🙃ahaa disha atw valobashar por o radh k pelo nah🙃or kannai amio kadlam..ki kostw ki kostw pelo meyeta🙃acca radher ki aktuo maya lage nai or kostw dekhe ki aktuo kicu feel kore nai🙃kibhabe pare atw valobasha upekka korte🙃jake amra sob thake beshi valobashi takei onno kuy easily peye jai 🙃or kostw dekhe mon thakei caitam radh er sate mil hok,,valobasha na thakuk or poti radher,,,,biyer por tw valovastw,,meyeta shukh petw aktu,,,disha character ta amk kadaice🙃 Radh - jaifar love story tmn bekkha koro nai,,, Rodh - ratul er prblm ki chilo bisleson koro nai Adriyan- rodh er biye holo Hotat kore baby o hoye gelo bujte pari nai Porishesh e atai bolbo sobay sobar valobasha niye valo Thakuk ❤️ Aktorfa valobasha onek koster...
গল্পের পটভূমিটা ভীষণই ভালো ছিল । ভালো ছিল যেভাবে প্রেক্ষাপট এবং দৃশ্যপট এনে গল্প উপস্থাপন করা হয়েছে সেখানেও । গল্পে আবহও ঠিকঠাক ছিল । তবে কিছু কিছু ঘটনাপ্রবাহ এত তাড়াতাড়ি ঘটেছে যা আরো একটুখানি সময় নিলে বেশ হতো । এই গল্পে চরিত্র গঠন এবং তাদের উপস্থিতি নিয়ে আরেকটু ভালো ভাবে কাজ করা যেতে পারতো । রাদ চরিত্রের গঠন এবং চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে খানিকটা হতাশ হয়েছি । একতরফা ভালোবাসা পৃথিবীতে ভীষণ কষ্টের, কিন্তু তার ব্যথায় সমব্যথী হতে গিয়ে আরো ভালোবাসা অনুভব করে কষ্ট দেয়ার মতো কাজগুলো আরো ভীষণ অমানবিক । তা প্রতিটি চরিত্রকেই ছোট করে দেয় । এক্ষেত্রে রাদের চরিত্র ভীষণই বাজে ভাবে তৈরি । সেক্ষেত্রে বলা যায় এটা লেখকের পটভূমি হিসেবে ভালো সাজানো হয়েছে বললেও গল্পের আবহ হিসেবে চরিত্র গঠনে খানিকটা খামতি তার প্রকাশ । বাকি চরিত্র হিসেবে জাইফা এবং দিশা দুইটি চরিত্রের গঠন বেশ ভালো ছিল । জাইফা চরিত্রটি নিয়ে আরেকটু সময় দেয়া যেতে পারতো । আরেকটু উপস্থিতি ভালো থাকতে পারতো । ইয়াজ কিংবা জারবা দুই চরিত্রের গঠন এবং উপস্থিতি খানিকটা কম । যাহোক ভীষণই ভালো পটভূমির গল্পে চরিত্র গঠনের দিকে আরেকটু নজর দেয়া যেতে পারতো । গল্পে টাইপিং মিস্টেক আছে বেশ, এমনকি চরিত্রের নামেও আছে । এগুলোর দিকে নজর দেয়া উচিত । লেখকের পরবর্তী লিখনশৈলীর জন্য শুভকামনা রইলো ।
এই ই বুক দিয়েই তোমার গল্প পড়ার জার্নি শুরু। এটা পরে যেন এক আলাদা ভালো লেগেছিল। এতটূই মুগ্ধনীয় তোমার লেখনী যে কি বলব। শুধু বলব সামনে এগিয়ে যাও আরও। 🥺💘
অসাধারণ 💖💖💖❤️💖💖💖
অসাধারণ ছিল গল্পটা। লেখিকার গল্প বরাবরই আমার পছন্দ। সবচেয়ে বেশি ভালোলেগেছে রাদ কে জাইফার অমন অবস্থাতেও যে রাদ ওকে গ্রহণ করেছে এইটা মন ছুঁয়ে গিয়েছে আমার। দিশার জন্য খারাপ লাগলেও একসময় ওর ব্যবহার এ খারাপ ও লেগেছে কারণ অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো নই। সবশেষ রোদ আদ্রিয়ান এর উল্লেখ্য কম থাকলেও গল্পটা বেশ সুন্দর আর মন কারার মতো হয়েছে। লেখিকার জন্য ভালোবাসা আর আগামীর জন্য শুভ কামনা।
এই তিন জুটির প্রেম কাহিনি আমার অত্যন্ত ভালো লেগেছে। যদিও দিশার জন্য কান্না করসি। কিন্তু শেষে যে ওর আর রাতুল একজন আরেকজনকে ভালবাসছে নিজের মত করে গুছিয়ে নিয়েছে তা অনেক ভালো লাগসে। জারবার আর ইয়াজের পাগলামি ভরা ভালবাসাও অনেক কিউট লাগসে। আর কঠিন মানব রাদও যে ভালবাসার জন্য নরম হয়ে যায় তা খুব সুন্দর। মোট কথা সব মিলায়ে ফাটাফাটি ❤️❤️
অথবা সুন্দর হয়েছে আপু
গল্পটা অনেক এলোমেলো ছন্নছাড়া লেগেছে। আরো গুছিয়ে লেখা উচিত ছিলো। কিছু কিছু জায়াগা তে অনেক গ্যাপ রয়ে গিয়েছে। যেমন রোদ আর রাতুলের কাহিনিটা কি? কেন ওর মা রোদ কে মেনে নিলো না? তারপর কাহিনির টাইমলাইন ক্লিয়ার না। এই রোদের বিয়ে হল, আবার হঠাৎই দেখি ওর বাচ্চা ও আছে। তারপর জাইফার সাথে বিয়ের দিন কি হল পরিষ্কার করে উল্লেখ করা হয়নি। ইয়াজ আর জাবরার কাহিনিও অনেক এলোমেলো। গল্পের প্লট আর কাহিনি ভালো হলেও, লেখিকা সুন্দর করে লিখতে পারেনি।