Anni Therese Blanche Ernaux ওরফে আনি এরনু বা এখনু ২০২২ সালের নোবেল সাহিত্য বিজয়িনী ফরাসী লেখিকা। A Woman’s Story এবং Simple Passion কে দ্য নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে অত্যন্ত উল্লেখযোগ্য বই হিসেবে। Simple Passion নামের কাহিনীতে আমরা পাব ডিভোর্সী আনি এরনুর সঙ্গে পূর্ব ইউরোপীয় এক পুরুষের অত্যন্ত খোলামেলা প্রেমের উপাখ্যান। আ উওম্যান'স স্টোরিও আত্মজীবনীমূলক উপন্যাস। এ লেখায় আনি এরনু তাঁর জিদ্দি, দৃঢ়চেতা এবং একই সঙ্গে ঝগড়াটে ও স্নেহশীলা মায়ের সংগ্রামময় জীবনের গল্প বলেছেন। মা-মেয়ের দ্বন্দ্ব এবং সংঘাত সুনিপুণভাবে তুলে ধরেছেন আনি এরনু। এই মাকে মাঝেমাঝেই আপনার নিজের মা বলে মনে হবে! তাঁর জন্য আপনার মায়া লাগবে, আবার রাগও হবে। সবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলবেন! এবং একটি চমৎকার উপন্যাস পাঠের ভালো লাগায় আচ্ছন্ন হয়ে থাকবে মন!