১৩ মিনিটেই যেকোনো হত্যাকাণ্ড সম্পন্ন করার ক্ষমতাসম্পন্ন মাইকেল রায়ান, বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ হিটম্যান। শুধু ১৩ মিনিট! প্রথম দেখা থেকে শুরু করে নিখুঁতভাবে পালিয়ে যাওয়া পর্যন্ত, মাইকেলের হাতে সময় লাগে মাত্র ১৩ মিনিট। কিন্তু একদিন তার সুপরিকল্পিত জীবনে ঘটে বিপত্তি, যখন এক স্বাভাবিক অ্যাসাইনমেন্ট ভয়ংকরভাবে ভুল হয়ে যায় এবং তার স্ত্রী মারিয়া নিখোঁজ হয়ে পড়ে। নিজেকে আড়াল করার সব পরিকল্পনা ভুলে এখন মাইকেল রায়ানের একটাই লক্ষ্য – প্রতিশোধ। কিন্তু হিটম্যান যখন নিজেই শিকারে পরিণত হয়, তখন কি সে নিজের জীবন বাঁচাতে পারবে? নাকি শিকারীরা তাকে শেষ করে দেবে? প্রতিটা মিনিট এখন মূল্যবান, প্রতিটা সেকেন্ড প্রাণসংশয়ের। সময়ের সাথে পাল্লা দিয়ে মাইকেল কি স্ত্রীকে উদ্ধার করতে পারবে? এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো এই থ্রিলারে জেমস প্যাটারসন আর শান সেরাফিনের দুর্দান্ত লেখনী আপনাকে নিয়ে যাবে রোমাঞ্চক এক অভিযানে, যেখানে প্রতিটা মোড়েই অপেক্ষা করছে নতুন চমক।