Authors
Explore our collection of books across different authors
জেমস প্যাটারসন
14
Books
32
Followers
পৃথিবীর ইতিহাসে যে কয়েকজন সুপরিচিত লেখকের বই প্রচুর পরিমাণ বিক্রি হয় জেমস প্যাটারসন তাদের মধ্যে অন্যতম। বিশ্বজুড়ে তাঁর রচিত বইয়ের প্রায় ৩৫ কোটি কপি বিক্রি হয়েছে। এখনও হচ্ছে। অ্যালেক্স ক্রস, উইমেন'স মার্ডার ক্লাব, ডিটেকটিভ মাইকেল বেনিট, প্রাইভেট নামের জনপ্রিয় সব সিরিজের লেখক তিনি। লেখালেখির পাশাপাশি তিনি পাঠক সৃষ্টির জন্য মিলিয়ন মিলিয়ন ডলার বিভিন্ন স্বায়ওশাসিত বইয়ের দোকানে দেন করে থাকেন। যুক্তরাজ্যের লাইব্রেরি থেকে পড়ার ক্ষেত্রে পাঠক চাহিদার শীর্ষে টানা ১০ বছর ছিল তাঁর রচিত বইগুলো। তুমুল জনপ্রিয় এই লেখক ফ্লোরিডায় স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করেছেন।