কিংফিশার নামের কুখ্যাত এক সাইকোপ্যাথ, খুনি এবং ড্রাগ ডিলার গ্রেফতার হতেই নড়চড়ে বসল সবাই। এবার মনে হয় আর রক্ষা নেই! কিন্তু হুট করেই ব্যাপারটা পুরো উল্টে গেল। কিংফিশার কেসে যারা যারা জড়িত সবাই নৃশংসভাবে খুন হতে লাগল। ওমেন্স মার্ডার ক্লাবের চার সদস্যের জীবন নিয়েও শুরু হলো টানাটানি। পুরো শহরে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। স্যান ফ্রান্সিসকোর আইন প্রয়োগকারী সংস্থা কিংফিশারকে কৃতকর্মের জন্য সাজা দেবে। এমনটাই ভেবেছিল সবাই। কিন্তু পাশার দান উল্টে গেছে। এবার সাজা পাবে পুরো স্যান ফ্রান্সিসকো শহর। শাস্তি বিধান নিশ্চিত করবে টপ টেরর কিংফিশার।