“অবর্ণনীয় অপরাধের আরােপ হলিউডের একাডেমি এওয়ার্ড জয়ী চিত্রপরিচালকের উপর! সত্যিই কি অপরাধটি করেছেন তিনি... নাকি করেননি???” বিখ্যাত চিত্রপরিচালক ওয়েন টেনেটের বিরুদ্ধে অভব্যতা। এবং নিপীড়নের আরােপ তুলে মামলা দায়ের করেছে তারই। সৎমেয়ে। অথচ টেনেট নিজের নির্দোষিতার দাবিতে। অটল। অকল্পনীয় এই আরােপের কারণে তার ব্যক্তিগত এবং পেশাদারী জীবন হুমকির সম্মুখে। কিন্তু তার 'সৎমেয়েই বা কেন মিথ্যা বলবে? হলিউডের সুদর্শন এক পিআর প্রতিবেদক আর ওমাহার উচ্চাকাঙ্খী এক লাতিনা স্পট প্রতিবেদকের মাধ্যমে একে একে বেরিয়ে আসে আসল বাস্তবতা। কিন্তু ক্ষমতা আর খ্যাতির এই দাবা খেলায় আসল খেলােয়াড় কে? আর কেইবা শুধু দাবার মামুলি গুটি? হলিউডের অন্ধকারতম বাকের সম্পর্কগুলােকে নিয়ে লেখা নিঃসন্দেহে বছরের সেরা রােমাঞ্চকর বুকশট, যার শেষ অব্দি পৌছুলেই চমকে যাবেন আপনি!