বেক হ্যান্ডকাফ পড়া অবস্থায় কেভিন স্কটের খুনিদের সাথে একই গাড়িতে ফাঁদে পড়ে আছেন। তিনি বুঝতে পারছেন না কী করা দরকার। সব মনোযোগ দিয়ে তিনি ভাবার চেষ্টা করলেন। জানালা দিয়ে আবার বাইরে তাকালেন। তারা সম্ভবত শহরের খুব বাজে এক অংশে চলে এসেছে- যাতে বেকের মরদেহ খুঁজে পাওয়া গেলেও কেউ অস্বাভাবিক মনে না করে। হয়ত অন্যরা বলবে তিনি এখানে মাদক কিনতে এসেছিলেন। কিংবা তিনি পালানোর চেষ্টা করতে গিয়ে গুলি খেয়েছেন। বেক জানতেন কেভিন স্কট কিছু একটা লুকাচ্ছিল। এখন তিনি জানেন সেটা খুনোখুনির মতো কোনো ব্যাপার। আর এই দুই ফেডারেল এজেন্ট - সত্যিই তারা ফেডারেল এজেন্ট কি না কে জানে - জানতে চাইছিল বেক ব্যাপারটার কতটুকু জানেন।
শ্বাসরুদ্ধকর থ্রিলার। ঝরঝরে অনুবাদ।
Read all reviews on the Boitoi app