আমেরিকার আলাস্কার পশ্চিমের সর্বশেষ ভূখন্ড জনমানবহীন অট্টো আইল্যান্ড। এখানেই আমেরিকান কোষ্টগার্ডের ছোট্ট একটা ষ্টেশনের দায়িত্বে রয়েছে রিক ও’নেইল। ধেয়ে আসছে ভয়ংকর হ্যারিকেন ঘূর্ণিঝড়। এমন সময় গভীর সমুদ্রের একটা বিশাল কার্গো জাহাজ থেকে সাহায্যবার্তা চাওয়া হলো তাদের কাছে। বিকল হয়ে গেছে সেটা মাঝ সমুদ্রে। দলনেতা রিক সহ আরো তিনজন পুরুষ আর সদ্য কোষ্ট গার্ডের চাকুরীতে যোগ দেয়া সুন্দরী কেট স্টার্কি রওনা দিলো তাদের একমাত্র সম্বল ছোট্ট মোটর লাইফ বোটে করে। কল্পনাও করেনি এমন অশুভ কিছু অপেক্ষা করছে তাদের জন্য। পারবে কি তারা বেঁচে ফিরতে?