মার্কিন যুক্তরাষ্ট্র তার ইতিহাসে এমন ভয়াবহ বিপদে পড়েনি। একদল আন্তর্জাতিক সন্ত্রাসবাদী একটি ভাইরাস আবিষ্কার করেছে যেটি দিয়ে আমেরিকাকে তারা পুরোপুরি ধ্বংস করে দিতে বদ্ধপরিকর। এই ভাইরাসটি নিষ্ক্রিয় করার উপায় কেউ জানে না। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ছাড়া এ ভাইরাসটির অস্তিত্বের কথা জানেন কেবল উচ্চপদস্থ আটজন কর্মকর্তা। তাঁদের মধ্যে আবার একজন রয়েছেন বিশ্বাসঘাতক যিনি গোপনে সন্ত্রাসবাদী দলটিকে সাহায্য করছেন। ভয়ানক এ বিপদ থেকে আমেরিকাকে বাঁচাতে এখন একমাত্র ভরসা প্রেসিডেন্ট স্বয়ং। কিন্তু তিনি হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেলেন। এখন কী হবে?