আবার ফিরে এসেছে গ্যারি সোনেজি! এসেছে অ্যালেক্স ক্রসের জীবনটাকে নরক করে তোলার জন্য!!! অ্যালং কেইম আ স্পাইডার এবং ক্যাট অ্যান্ড মাউস-এর সেই কুখ্যাত ভিলেন, ক্রিমিনাল জিনিয়াস গ্যারি সােনেজির কথা মনে আছে? আবারও ফিরে এসেছে ও, অথচ দশ বছর আগে অ্যালেক্স ক্রস ওকে নিজ চোখে মরতে দেখেছিল! তখন মরার আগে সোনেজি বলে যায়, অ্যালেক্স ক্রস, তোমার পিছু ধাওয়া করব আমি! লাগলে কবর থেকে উঠে এসে তোমাকে খুঁজে বের করব! শেষমেশ কি তবে তাই হলো এরই মধ্যে সোনেজির গুলিতে আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ক্রসের সবচেয়ে কাছের বন্ধু জন স্যাম্পসন। এই আততায়ী কি সত্যিই সোনেজির? রক্তমাংসের মানুষ ও, নাকি নরক থেকে উঠে আসা পিশাচ? নাকি মৃত্যুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফিরে আসা প্রতিশাধ পরায়ণ জিন্দালাশ???