কাব্য মানুষকে ভাবায় ,অনুভুতি যোগায়। ব্যক্তিগত সময়ের সান্নিধ্যের মাঝে তৈরি হয় নিস্তব্ধতা, একাকিত্ব ,অনুরাগ কিংবা দৃঢ়তা। সেসকল বহিঃপ্রকাশকে আমি বলি কোলাহল। কবিতা মানুষের মস্তিষ্কের খোঁড়াক। যা হৃদয়ের পাঁজরে তাঁড়না দেয়। সব কিছু মিলিয়ে যা পরিশিষ্ট ,তাই পাঁজর জুড়ে কোলাহল। হোক একটু এলোমেলো ,হোক একটু ভাবনা। থাকুক কোলাহল ,থাকুক অনুভুতির প্রেষণা।