Authors
Explore our collection of books across different authors
আফনান আহমেদ রাশেদ
3
Books
22
Followers
জন্মঃ ৫'ই অক্টোবর, নারায়ণগঞ্জ। -ছেলেবেলা থেকেই লেখক চঞ্চল, ভদ্র-দুষ্টু, মিশুক স্বভাবে সংমিশ্রণে বেড়ে উঠেছেন। সৃজনশীল কাজের প্রতি তার যত্তসব আগ্রহ! মেধাবী এই তরুণ পড়াশোনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়,ঢাকায় । অন্যকে হাসি-খুশি রাখতে বেশ পছন্দ করেন,তাই হয়তো শখের বসে'ই স্ট্যান্ড আপ কমেডি শুরু করেছিলেন। সেই যাত্রা চলতে চলতে দেশ ছাপিয়ে বিদেশের মাটিতেও প্রশংসা কুড়িয়ে আনেন। ছিলেন জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল সিজন দশের অন্যতম ফাইনালিস্ট। মানুষের ভালোবাসা তাকে বিমোহিত করে বলেই, রেডিও,টেলিভিশন, মঞ্চ কিংবা স্টেজ শো তে নিজেকে এখনও সরব রেখেছেন। বর্তমানে বেসরকারি এক প্রতিষ্ঠানে ক্রিয়েটিভ এক্সিকিউটিভ হিসেবে যুক্ত আছেন। তবে,নিজেকে নিয়ে আরো ভিন্ন ভাবে স্বপ্ন দেখেন। কে জানে! কি এমন সুপ্ত অনুপ্রেরণা, আগামীর জন্য পুষে রাখছেন।