মনে হতে পারে সুখে থাকার জন্য এত কিছু মেনে চলতে হবে? না, একদম তা না। বইটির শত শত পয়েন্টের মধ্যে হয়তো গোটা বিশেক আপনার পছন্দ হলো। তারমধ্যে হয়তো আট-দশটি বিষয় আপনি আপনার মধ্যে ধারণ করে নিলেন। আবার দেখবেন কিছু বিষয় জানার পর ইচ্ছাকৃত হোক অথবা বেখেয়ালীভাবে হোক সে বিষয়গুলো আপনি আপনার জীবনে চর্চা করা শুরু করে দিয়েছেন। ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে পড়েই দেখুন। দেখবেন কি ম্যাজিক পরিবর্তন ঘটে যায় আপনার জীবনে।