বাবা মাকে হারিয়ে অবন্তিকার শেষ আশ্রয় হয় ওর মামার বাড়িতে। রাজকন্যা পরিনিত হয় দাসীকন্যাতে। এমনকি ওর সমস্ত সম্পদ মামা কুক্ষিগত করে নেয়। এতেও ওর মামা মামী ক্ষান্ত হন না। ওকে গুন্ডাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে। অবন্তিকাকে মেনে না নেওয়ার প্রধান কারণ ও ঐ পরিবারের পালিতা কন্যা ছিলো। সেই মেয়ে এতো সম্পত্তির মালিক হবে সেটাই অবন্তিকার মামা খালা চাচা ফুফুরা মেনে নিতে পারেন না। সেই থেকেই শত্রুতা শুরু হয়। অবন্তিকা সত্যিই কি জীবনে আশ্রয় খুঁজে পেয়েছিলো? জানতে হলে পাঠকদের আমার বইটি পড়ার আমন্ত্রণ রইলো।