Authors
Explore our collection of books across different authors
মাহবুবা বিথী
34
Books
577
Followers
মাহবুবা বিথী খুব ছোটোবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। মুলত কবিতা লিখতেন। একসময় মহিলাদের "বেগম পত্রিকায়" নিয়মিত কবিতা লিখতেন। জগন্নাথ ভার্সিটি থেকে উনি ফিসারিজে মাস্টার্স কমপ্লিট করেছেন।মাঝখানে বৈবাহিক জীবনের সাংসারিক ব্যস্ততায় কিছুদিন লেখালেখি থেকে দূরে ছিলেন। তিন চার বছর ধরে বিভিন্ন অনলাইন সাহিত্য পেইজে আবার লেখালেখি শুরু করেন। কবিতার পাশাপাশি গল্প আর উপন্যাস লিখছেন। "জীবনের নানা রং" নামে ইচ্ছে প্রকাশনী থেকে একটি উপন্যাস বের হয়েছে। এছাড়া প্রচুর সংকলনে উনার গল্প কবিতা বের হয়েছে। "কৃষ্ণচূড়া নীড় " নামে একটা সাহিত্য ম্যাগাজিনে নিয়মিত উনার লেখা বের হয়।