মফস্বল থেকে মেধার জোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় পড়শী। লেখাপড়ায় যেমন ভালো, তেমনি দেখতে ভীষণ সুন্দরী। পাশাপাশি সে প্রচণ্ড সাহসী। কিন্তু ভার্সিটিতে এসে সে এক বড় ধাক্কা খায়। তবে পড়শী দমে যাওয়ার মেয়ে নয়। ধীরে ধীরে নিজেকে বদলে ফেলে এবং এই শহরের উপযোগী করে নিজেকে গড়ে তোলে। এরই মধ্যে সে ভার্সিটির এক সিনিয়র ভাইয়ের প্রেমে পড়ে এবং তাকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করে। কিছুদিন পর পড়শী বুঝতে পারে, তার প্রেমিক তাকে ভালোবাসার নামে প্রতারণা করেছে। কিন্তু প্রতারণার শিকার হয়ে পিছিয়ে যাওয়ার মেয়ে পড়শী নয়। তার প্রতারক প্রেমিককে কিভাবে শাস্তি পেতে হয়, সেই রোমাঞ্চকর কাহিনী জানতে পড়ুন মাহবুবা বিথীর লেখা "চক্রবূহ্য"।