জোৎস্না নামের গ্রামের একটি সহজ সরল মেয়ে। সুন্দরবনের নোনা জল কাঁদামাটিতে বেড়ে ওঠে। কিশোরী বয়সে সাগর নামে এক ছেলেকে ওর ভীষণ ভালো লাগে। পাশাপাশি বেড়ে ওঠা ঐ ভালো লাগা প্রণয়ে রূপ নিতে থাকে। তার মাঝেই মেয়েটি একসময় বউ হয়ে ঢাকা শহরের মাটিতে পা রাখে। জামাইয়ের ঢাকা শহরে পাঁচতলা বাড়ি আছে। আর্থিক দিক থেকে অনেক সচ্ছল। বংশ মর্যাদাও বেশ ভালো। কিন্তু জোৎস্নাকে এসব টানলো না। ওর সেই নোনা জল কাঁদামাটি আর সাগরের প্রেম ওকে দূনির্বার টানতে লাগলো। জোৎস্না কিভাবে তার সমস্ত প্রতিকূল পরিবেশ সামলে নিলো, সেটা জানতে বইটি পড়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে।
লেখিকার এই গল্পটি যখন পেইজে পড়েছি তখনই তাঁকে অনরোধ করেছিলাম বই করার জন্য। উনি বই করাতে খুবই খুশি হয়েছি। অশেষ ধন্যবাদ।
Read all reviews on the Boitoi app
এতো সুন্দর একটা গল্প আমি বহু দিন পর একটানা পড়ে শেষ করলাম। কখনো কখনো গল্পে গুলো আবেগ হয়ে হৃদয় ছুঁয়ে যায়.... লেখিকা আপু কে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি গল্প উপহার দেয়ার জন্য ❤❤❤