এই পৃথিবীতে কিছু কিছু মানুষের মন হিংসার বিষক্রিয়ায় দুষিত হয়ে যায়। ফলে তারা তাদের হিতাহিতজ্ঞান হারিয়ে ফেলে। হিংসার বশবর্তী হয়ে তারা এতটা নীচে নেমে যায় যা তারা নিজেরাও ভাবতে পারে না। "যদি না পাই তোমারে" এই গল্পে সাথীর চরিত্র তেমন। সাথী আর দিতি দুই বোন। তবে তারা আপন নয়; সৎ বোন। মাতৃহারা দিতিকে বাড়ির সবাই খুব ভালোবাসে। এটা সাথী সহ্য করতে পারে না। ছোটবেলা থেকেই সাথীর অন্তরে দিতির জন্য ধিকিধিকি হিংসার আগুন জ্বলতে থাকে। দিতির খেলনা, জামা, চকলেট—সবকিছু নিয়ে হিংসা করতে গিয়ে সাথী দিতিকে শান্তিতে থাকতে দিতো না। দিতিও একসময় এসবের অভ্যস্ত হয়। কিন্তু দিতির বিয়ের পর ওর সুদর্শন বর, বিশাল ট্রিপলেক্স শ্বশুরবাড়ির আভিজাত্য সাথীর ভিতরে হিংসার আগুনটাকে জ্বালিয়ে দেয়। এই আগুনে পুড়ে সাথী দিতিকে সরিয়ে দিয়ে ওর বর ফাহিমকে নিজের করে পেতে চায়। তারপর ঘটে নানা ঘটনা। এমনকি সাথী দিতিকে মেরে ফেলারও পরিকল্পনা করে। শেষটা জানতে হলে বইটি পাঠকভাইবোনদের পড়ার আমন্ত্রণ রইলো।
লেখিকার প্রায় সব বই আমার পড়া। ওনার বই পড়তে ভালো লাগে কারণ প্রতিটি গল্পে একটি মেসেজ থাকে। ইতিবাচক লেখা। আশা করি সামনে আরো লেখা পাবো।
Read all reviews on the Boitoi app
গল্পটি পড়ে ভালো লেগেছে❤️
ভীষণ ভালো লাগলো। মানুষের ভিতরে পজেটিভ এবং নেগেটিভ মনস্তাত্ত্বিক বিষয়টা খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এই বইটি এমন এক বসায় পড়ে ফেলতে ইচ্ছে হয়। শেষ টা মনটাকে ছুঁয়ে ফেলেছে।