আশিক সুপ্তির ওড়নার নিচের অংশটুকু দিয়ে চোখ, মুখ মুছে দিল। সুপ্তির চোখের দিকে তাকিয়ে বলল, ‘ভুলে গেছিস কেন? কত দুষ্টমি করেছি। ছোট থেকে একসাথে বড় হয়েছি। তোর কিছু হলে আমি ঠিক বুঝতে পারি। মাঠে একসাথে খেলেছি, দৌড়াদৌড়ি করেছি। একই স্কুল কলেজে লেখাপড়া করেছি। কত দুষ্টুমি, আইসক্রিম নিয়ে কতবার ভাগাভাগি করে খেয়েছি। আমি একটু বেশি খেয়েছিলাম বলে তুই পিঠে সে কি জোরে জোরে কিল বসিয়ে দিলি! মনে নেই তোর? আমার তো সব মনে পড়ে।