Authors
Explore our collection of books across different authors
মাকসুদা খাতুন দোলন
2
Books
5
Followers
মাকসুদা খাতুন দোলন প্রকৃতি ও চারপাশের পরিবেশকে নিবিড়ভাবে দেখেন। জীবন ও জগত,মানুষ নিয়ে ভাবতে পছন্দ করেন। সেই ভাবনাগুলোকে শব্দের অলংকারে সাজিয়ে লিখেন গল্প,কবিতা,উপন্যাস। নিজেকে মনে করেন গল্পের মানুষ। তার মতে,প্রতিটি জীবনই একেকটা গল্প। জীবন গল্পের মতো না হলেও অনেকের জীবনের কথা গল্প,উপন্যাসে থাকে। তিনি মফস্বল শহরে জন্ম গ্রহণ করেন। শৈশব,কৈশোরের দিনগুলো কেটেছে রোদ,বৃষ্টি, মেঠোপথের গন্ধ আর পুকুরের জল মাখামাখি করে। তিনি প্রাণিবিদ্যায় অনার্স,মাস্টার্স শেষ করে পরবর্তীতে বিএড,এমএড সম্পন্ন করেন। বর্তমানে শিক্ষকতা পেশায় কর্মরত আছেন,আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা। প্রকাশিত গ্রন্থ: প্রভা (উপন্যাস) মাতৃত্বের স্বাদ (উপন্যাস),সম্পর্কের শেষ অধ্যায় (গল্পগ্রন্হ), সাগরের ঊর্মি (গল্পগ্রন্হ)। যৌথ কাব্যগ্রন্থ-কবিতার অভিসারে,শতকবির কাব্যকথা,কবিতার প্রণয়।