বছরের শেষ দিনের সন্ধ্যে। ভীষণ ঠান্ডা পড়েছে। খুব ছোট্ট বাচ্চা মেয়ে পথে পথে দিয়াশলাই বিক্রি করে। আজ তার একটা দিয়াশলাই ও বিক্রি হয়নি। মায়ের পুরানো এক জোড়া স্যান্ডেল পায়ে ছিল, তাও সে হারিয়েছে। সারা শরীরে তার তুষার কণা। নিজেকে বাঁচাতে সে একটা দিয়াশলাই কাঠি ধরাতেই বদলে গেল তার জগত। কী হয়েছিল? কী ঘটেছিল সেই নতুন বছরের সন্ধ্যে বেলায়?