Authors
Explore our collection of books across different authors
তাসফিয়া প্রমি
8
Books
25
Followers
পুরো নাম তাসফিয়া প্রমি। বাবা মায়ের বড় মেয়ে, জন্মদিন বছরের প্রথম দিন, পহেলা জানুয়ারী। বই রিভিউ থেকে মুভি রিভিউ, ফিচার লেখা থেকে ফিচার লেখক হিসেবে যাত্রা শুরু তার, ২০১৬ থেকে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করেছেন। রোর বাংলা এবং আমাদের প্যারিসসহ বেশ কিছু প্লাটফর্মে, কন্টেন্ট ও ফিচার রাইটার হিসেবে নানা বিষয়ে লিখেছেন নিয়মিত লেখার ও অনুবাদে নিয়মিত হবার চেষ্টা করছেন।